• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আর্জেন্টিনা সমর্থকরা এবার এমবাপ্পের কফিন পোড়াল

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০৬:৩৫ পিএম

আর্জেন্টিনা সমর্থকরা এবার এমবাপ্পের কফিন পোড়াল

ক্রীড়া ডেস্ক

২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগেও আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকে মাথায় তুলে রেখেছিলেন ফরাসিরা। কিন্তু এখন সেই মেসির জার্সিকে পাপোশ বানিয়ে বিশ্বকাপে ফাইনালে হারের প্রতিশোধ নিলেন ফরাসিরা।

ফ্রান্সের এক পানশালায় প্রবেশের মুখে আর্জেন্টাইন ফরোয়ার্ডের পিএসজি জার্সিকে বিছিয়ে দিয়েছে পা মোছার জন্য।

এবার তার মোক্ষ জবাব দিতে আরেক কাণ্ড করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।
ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের মুখ এঁকে কাঠের কফিন বানিয়ে পুড়েছেন। তার আগে শিরোপা জেতার রাতে ড্রেসিংরুমে ফরাসি ফরোয়ার্ডের প্রতি এক মিনিট নীরবতা জানিয়ে উদ্‌যাপনেও মাতেন আর্জেন্টাইন ফুটবলাররা।  
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার সমর্থকরা এমবাপ্পের ক্রস আঁকা কফিন বানিয়ে পোড়াচ্ছেন। আর সোল্লাসে নাচছেন তারা। সঙ্গে আর্জেন্টিনার পতাকা ওড়াচ্ছেন। কেউ কেউ চিৎকার করে বলছেন, ‘কিলিয়ান এমবাপ্পের ২৪তম জন্মদিনের উপহার এটা’।  
 

 

/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ