• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আর্জেন্টিনার মুদ্রায় মেসি ও বিশ্বকাপ জয়ী দলের ছবি

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০৪:৪৯ পিএম

আর্জেন্টিনার মুদ্রায় মেসি ও বিশ্বকাপ জয়ী দলের ছবি

ক্রীড়া ডেস্ক

এবার আর্জেন্টিনার মুদ্রায় দেখা যাবে মেসির প্রতিকৃতি এবং আলবিসেলেস্তাদের বিশ্ব জয়ের উদযাপন। প্রস্তাবিত নোটের সামনের অংশে মেসির প্রতিকৃতির পাশাপাশি অপর পৃষ্ঠে থাকতে পারে আলবিসেলেস্তাদের বিশ্ব জয়ের উদযাপন। এলএম টেনের অর্জনকে সম্মান জানিয়ে এমন প্রস্তাব দিয়েছে দেশটির অর্থমন্ত্রণালয়। সেই সঙ্গে দেয়া হয়েছে রূপকথার কারিগর লিওনেল স্কালোনির নাম রাখার প্রস্তাব।

খেলোয়াড় জীবনে কোনো কিছুরই কমতি ছিল না লিওনেল মেসির। সাতবারের ব্যাল ডি’অর চ্যাম্পিয়নের ঝুলিতে অজস্র ক্লাব ফুটবলের স্বীকৃতিসহ আছে কোপা ও ফিনালিসিমা জয়ের কীর্তি। এতসব অর্জনের পরও একটা শূন্যতা অবশ্য ছিল এলএমটেনের। বিধাতা দুই হাত ভরে যাকে এতকিছু দিয়েছেন, তার মনে শুধু ছিল একটা বিশ্বকাপ জিততে না পারার ক্ষোভ।

তবে ভাগ্যবিধাতা যেন আগে থেকেই লিখে রেখেছিলেন সব। কাতার বিশ্বকাপে এই ফুটবল জাদুকরকে দিলেন দু’হাত ভরে। তিন যুগের অপেক্ষার ইতি টানলো আর্জেন্টিনা। মেসির হাত ধরেই এসেছে তৃতীয় বিশ্বকাপ শিরোপা। সেই সাঙ্গে মেসি জয় করেন টুর্নামেন্টের গোল্ডেন বল পুরস্কার। এলএম টেনের জাদুতে ৩৬ বছর পর আবারও বিশ্বসেরার মসনদে লাতিন আমেরিকার দেশটি। এমন অর্জন স্মৃতিতে ধরে রাখতে মেসি’র প্রতিকৃতি আর্জেন্টিনার মুদ্রায় ছাপানোর প্রস্তাব দিয়েছে অর্থমন্ত্রণালয়। যেখানে মুদ্রার সম্মুখ অংশে থাকবে মেসির ছবি। আর অপর পৃষ্ঠে আলবিসেলেস্তাদের বিশ্বকাপ জয়ের উদযাপনের সাঙ্গে থাকবে তাদের কোচ লিওনেল স্কালোনির নামও।

তবে দেশটির অর্থ মন্ত্রণালয় বলছে শুধু বিশ্বকাপ জয়ই নয় মেসির সামগ্রিক আর্জনকে সম্মান জানিয়েই এমন প্রস্তাবনা তাদের। এর আগে ১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের পর বাণিজ্যিকভাবে বাজারে বিশেষ মুদ্রা ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক।

 

এনএমএম/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ