• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পেলে-ম্যারাডোনা নয় মেসিই বিশ্বসেরাঃ গার্দিওলা

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০২:৪১ পিএম

পেলে-ম্যারাডোনা নয় মেসিই বিশ্বসেরাঃ গার্দিওলা

ক্রীড়া ডেস্ক

মেসি বিশ্বকাপ জয়ের পর ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা আরেকবার মনে করিয়ে দিলেন মেসিই সর্বকালের সেরা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) কারাবাও কাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে চলে এসেছে গার্দিওলার সেরা শিক্ষার্থী মেসির কথা। যেখানে তিনি জানালেন তার চোখে সব সময়ই সেরা ছিলেন লিও।

গার্দিওলা বলেন, ‘সবারই নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না যে, মেসি সর্বকালের সেরাদের কাতারেই আছে। আর আমি তো আগেও বলেছি, মেসিই সর্বকালের সেরা। ১৫-১৬ বছর ধরে সে যেভাবে খেলেছে, তা ব্যাখ্যা করাও কঠিন। বিশ্বকাপ তার অবিশ্বাস্য ক্যারিয়ারকে আরও সুশোভিত করেছে। অনেকের অনেক মত থাকতে পারে। যারা পেলে, ম্যারাডোনা, স্টেফানোদের খেলা দেখেছেন, তারা অনেক ক্ষেত্রে আবেগের কারণে তাদের সর্বকালের সেরা ভাবেন। মেসি যদি বিশ্বকাপ না-ও জিতত, ফুটবলকে মেসি যা দিয়েছে, সে কারণেই মেসির সম্পর্কে আমার ধারণা ভিন্ন কিছু হতো না।’

জুলিয়ান আলভারেজকেও প্রশংসায় ভাসিয়ে পেপ বলেন, ‘আমি খুবই খুশি আলভারেজের জন্য। আমাদের দলে একজন বিশ্বচ্যাম্পিয়ন আছে। বিশ্বকাপ জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাকে এবং ওটামেন্ডিসহ পুরো আর্জেন্টিনাকে অভিনন্দন।‍’

 

এনএমএম/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ