• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আমি খেলবো, গোল করবো, চ্যাম্পিয়নও হবো: স্ত্রীকে বলেছিলেন ডি মারিয়া

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০২:০৪ এএম

আমি খেলবো, গোল করবো, চ্যাম্পিয়নও হবো: স্ত্রীকে বলেছিলেন ডি মারিয়া

ক্রীড়া ডেস্ক

এখন খেলোয়াড়রা নিজেদের মধ্যে, কোচদের সঙ্গে, পরিবারের নিকট জনদের সঙ্গে খেলাধুলা নিয়ে নিশ্চয় আলাপ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে দূরে থাকলেও যেমন যোগাযোগ আটকায় না, তেমনি পাশাপাশি রুমেও কথা হয় ইনবক্সে। তবে খেলোয়াড়, কোচ, তাদের স্ত্রী-সন্তান বা প্রেমিকাদের ওই তথ্য গোপন রাখতে হয়। অনেক সময় গোপন রাখতে হয় দলের ভেতরের খবর।

ডি মারিয়া ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে স্ত্রীকে আলাপ চারিতায় তেমনই এক বার্তা পাঠিয়েছিলেন। যা তখন তার স্ত্রী জর্জিনিয়া ফাঁস করলে হয়তো তোলপাড় পড়ে যেত। কারণ ফাইনালে ডি মারিয়ার খেলা না খেলার বিষয়টিই ছিল আর্জেন্টিনার কৌশলের বড় অংশ। বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরে তো ওই বার্তা ‘ফাঁস’ করতে মানা নেই।

জুভেন্টাসে খেলা মিডফিল্ডার ডি মারিয়ার স্ত্রীর ইনবক্সের স্ক্রিনশট দিয়ে জানিয়েছেন, ম্যাচের আগের দিন তাকে ডি মারিয়া বলেছিলেন, তিনি ফাইনাল খেলবেন, গোল করবেন এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়নও হবে।

এদিকে জর্জিলিনা কারদোসোকে ইনস্টাগ্রামে ডি মারিয়া বলেন, ‘প্রিয়তমা, আমি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। এটা লেখা হয়ে গেছে। আমি গোলও করবো। কারণ এটা লেখা হয়ে গেছে, যেমনটা আমি মারাকানায় (কোপা আমেরিকার ফাইনালে), ওয়েম্বলিতে (ফিনালিসিমার ফাইনালে) গোল করেছিলাম। মাঠে যাও এবং কালকের ম্যাচ উপভোগ করো, কারণ আমরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছি।’

এ সময় জর্জিলিনা জানান, ওই বার্তা পাওয়ার পর তিনি বলার মতো কিছু পাচ্ছিলেন না। তার শরীর যেন অবশ হয়ে যাচ্ছিল। কিন্তু ডি মারিয়া আত্মবিশ্বাসী ছিলেন, ‘তোমাকে কিছুই বলতে হবে না, যাও এবং ফাইনাল উপভোগ করো। আমরাই জিতবো, কারণ আমরা যে ২৬জন এখানে আছি তারা ও তাদের পরিবারের এটা প্রাপ্য।’

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ