• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

মেসিকে জড়িয়ে ধরা নারী মা নন, জানা গেলো পরিচয়

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৯:৩৭ পিএম

মেসিকে জড়িয়ে ধরা নারী মা নন, জানা গেলো পরিচয়

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার কাতার জয়ে দিনে এক নারীকে মেসির জড়িয়ে ধরার ঘটনা নজর কেড়েছে দর্শকদের। এমন কি আর্জেন্টাইন তারকার কানে কানে কিছু কথাও বলেন ঐ নারী। অনেকেই ধরে নিয়েছিলেন ওই নারী মেসির মা। এরপর ওই দৃশ্যটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে সত্যিটা হলো—ওই নারী মেসির মা নন। এমনকি মেসির পরিবারের কেউই নন।

সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে একটি প্রতিবেদনে দাবি করেছে, বিশ্বকাপ ফাইনালের মঞ্চে আর্জেন্টাইন তারকা লিওলেন মেসিকে জড়িয়ে ধরা সেই নারী হলেন আর্জেন্টিনা দলের রাঁধুনি। নাম আন্তোনিয়া ফারিয়াস। আর্জেন্টিনা ফুটবল সংস্থায় কর্মরত তিনি। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পরপরই জার্সি পরে মাঠে আসেন ফারিয়াস।

মাঠে নেমে কয়েকজন ফুটবলারকে শুভেচ্ছা জানানোর এক পর্যায়ে মেসির দিকে ছুটে যান আন্তোনিয়া ফারিয়াস। সেখানে মেসিকে জড়িয়ে ধরেন তিনি। যেই মুহূর্তটি সাড়া ফেলেছে বিভিন্ন মাধ্যমে এবং সবাই ধরে নিয়েছেন তিনি মেসির মা। আসলে ফারিয়াস দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার দলের সঙ্গে আছেন। গত বছর কোপা আমেরিকা এবং ফাইনালিসিমাতেও আর্জেন্টিনার দলে ছিলেন ফারিয়াস। তাঁর আগে রাশিয়া বিশ্বকাপেও তিনি দলের রাঁধুনি হিসাবে নিযুক্ত ছিলেন।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ