• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ব্রিজ থেকে সমর্থকদের লাফ মেসিদের ছাদখোলা বাসে

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৭:৫৫ পিএম

ব্রিজ থেকে সমর্থকদের লাফ মেসিদের ছাদখোলা বাসে

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ট্রফি নিয়ে ছাদখোলা বাসে লিওনেল মেসিদের  চলছিল উদযাপন। স্বাভাবিকভাবেই সমর্থকদেরও আনন্দ-উৎসব হয়ে পড়েছিল লাগামহীন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় ছিল না তিল ধারণের জায়গাও। এর মধ্যেই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। মেসিদের বহনকারী বাস ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় নিরাপত্তা নিয়ে শঙ্কা আরও বেড়ে যায়। ব্রিজ থেকে লাফ দিয়ে মেসিদের বাসে পড়েছেন ভক্ত ও সমর্থকরা। জানা গেছে, মেসিরা রিচেরি হাইওয়েতে আসার সময় ব্রিজের ওপর থেকে দু‍‍’জন সমর্থক লাফ দেন বাসের ছাদের ওপর। খেলোয়াড়রা বারবার নিষেধ করলেও কাজ হয়নি। দু‍‍’জনের একজন বাসের ছাদে পড়েন। খেলোয়াড়রা রক্ষা করেন যেন কোনো বিপদ না হয়। আরেক সমর্থক বাসের পেছনে কিছুক্ষণ ঝুলে থাকার পর ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‍‍‘টিওয়াইসি স্পোর্টস‍‍’ জানিয়েছে, বিশ্বকাপ জয়ের এই উৎসবে অংশ নিতে বুয়েন্স আয়ার্সের রাস্তায় প্রায় ৫০ লাখ জনতার ঢল নামে। বিজয়ের আনন্দ উদ্‌যাপনের সময় হতাহতের ঘটনাও জানা গেছে। এখন পর্যন্ত ১৮ জনের আহতের ঘটনা জানা গেছে।

 

সজিব/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ