• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভক্তদের জন্য বিরাট খুশির সংবাদ! বাংলাদেশে যাবেন মেসি-এমবাপ্পে?

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০৫:৫৯ পিএম

ভক্তদের জন্য বিরাট খুশির সংবাদ! বাংলাদেশে যাবেন মেসি-এমবাপ্পে?

ক্রীড়া ডেস্ক

একজন ফুটবল খেলার দুনিয়ার ‍‍‘মহারাজ‍‍’, অন্যজনকে ‍‍‘যুবরাজ‍‍’ -এর চোখে দেখেন ভক্তরা। কথা হচ্ছে মেসি এবং এমবাপের। বিশ্বকাপের জ্বর এখনও পুরোপুরি ছাড়েনি বাঙালির। মেসির জয়, এমবাপের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া, এখনও টাটকা-তাজা। এই সব নিয়ে যখন আলোচনা চলছে সেই সময় ফুটবলপ্রেমীদের জন্য বিরাট সুখবর দিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ওপার বাংলায় আসতে পারেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার জুনিয়র। যদিও এই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক জানান, এই তিন ফুটবলারকে বাংলাদেশে আনার পরিকল্পনা করা হচ্ছে। ওপার বাংলার সংবাদ মাধ্যম ‍‍‘আর টিভি‍‍’ সূত্রে খবর, বাংলাদেশ একটি প্রীতিম্যাচ আয়োজন করার পরিকল্পনা করছে।

লড়াই করেও বিশ্বকাপ মেলেনি, ঠিক কী বলেছেন এমবাপে?
‍‍‘ট্র্যাজিক নায়ক‍‍’ একটি পোস্টে লেখেন ‘নোয়াস রেভিয়েন্দ্রনস’, যার অর্থ ‘‘আমরা আবারও ফিরে আসব’’। এই বছর বিশ্বকাপ ফাইনালের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। ম্যাচের প্রথম পর্যায়ে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

কিন্তু, দ্বিতীয় অর্ধ একেবারে জমিয়ে দেন এমবাপে। তিনি দুটি গোল করেন। শেষমেশ আর্জেন্তিনা ৩-২ গোলে এগিয়ে যায়। কাপ পায় আর্জেন্টিনা। মেসির ভক্তদের চোখে জল। দুই বাংলাতেই আর্জেন্টিনার ভক্তরা রয়েছেন। ওপার বাংলায় মেসির লাখ লাখ সমর্থক। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার জয়ে খুশি তারা।

জয়ের পর ঠিক কী বললেন মেসি?
৩৬ বছর পর প্রত্যাশা পূরণ। কাপ হাতে নিয়ে চুমু এঁকে দিয়েছিলেন মেসি। জয়ের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তিনি। লিওনেল মেসি বলেন, ‘‘স্বপ্নে অনেকবার বিশ্বকাপ দেখেছি। আমি মনেপ্রাণে বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। অনেকবার হেরেছি। এখন বিশ্বাস হচ্ছে না জিতে গিয়েছি। আমার পরিবার, অনুরাগী ও যারা ভরসা রেখেছিলেন তাদের ধন্যবাদ জানাই…আর্জেন্টিনা আমি আসছি। খুব শীঘ্রই আসছি।”

এটাই মেসির শেষ বিশ্বকাপ, অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন এই কিংবদন্তি। বিশ্বকাপ জয়ের পর তিনি জানান দেশের জার্সি পরে তিনি আরও কয়েকটি ম্যাচ খেলতে চান। দলও তা চান বলে জানান তিনি। যদি মেসি বাংলাদেশে পা রাখেন সে ক্ষেত্রে তা তার ভক্তদের জন্য বড় উপহার হতে চলেছে।

 

 

/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ