• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দীপিকা প্রকাশ করলেন বিশ্বকাপ মঞ্চের অভিজ্ঞতা

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ০৪:৪৫ পিএম

দীপিকা প্রকাশ করলেন বিশ্বকাপ মঞ্চের অভিজ্ঞতা

ক্রীড়া ডেস্ক

ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলায় ট্রফির উন্মোচন করে এক অনন্য ইতিহাসের সাক্ষী হলেন দীপিকা পাড়ুকোন। এটাকে তার জীবনের এক টার্নিং পয়েন্টই বলা যায়। তাই তো সে অসাধারণ মুহূর্তের অভিজ্ঞতা তিনি তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।

১৯ ডিসেম্বর (সোমবার) দীপিকা ইনস্টাগ্রামে লিখেছেন, ‍‍‘ফিফা বিশ্বকাপের ট্রফির পর্দা উন্মোচন থেকে ইতিহাসের অন্যতম সেরা খেলা দেখতে পাওয়া... আর কী চাওয়ার ছিল আমার? ধন্য হয়ে গেলাম।‍‍’ একাধিক হ্যাশট্যাগ ব্যবহার করা ওই পোস্টে তিনি আরও লেখেন, ‍‍‘ফিফা বিশ্বকাপ ২০২২‍‍’, ‍‍‘গ্রেটফুল‍‍’।

বিশ্বকাপ ফুটবলের ট্রফি উন্মোচনের আবেগঘন মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন দীপিকা। একজন ভারতীয় অভিনেত্রী হিসেবে ফিফা বিশ্বকাপের মঞ্চে দীপিকার ট্রফির পর্দা উন্মোচন করা সত্যি গর্বের ব্যাপার।

এবারের বিশ্বকাপের ফাইনাল খেলার মাঠে দীপিকার সঙ্গী ছিলেন বলিউডেরই আরেক জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি।

খেলার মাঠে একাধিক বলি তারকারাও উপস্থিত ছিলেন। যাদের মধ্যে ছিলেন শাহরুখ খান, কার্তিক আরিয়ান, রণবীর সিং, ফারাহ খান, প্রমুখ। এ দিন শাহরুখ খান তার নতুন ছবি ‘পাঠান’-এর প্রচারও করেন। পাশাপাশি উদ্‌যাপন করেন খেলার আনন্দ।

 

এনএমএম/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ