• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিশ্বকাপ ফাইনালে যে সকল রেকর্ড গড়তে যাচ্ছেন লিওনেল মেসি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ১০:৫৮ পিএম

বিশ্বকাপ ফাইনালে যে সকল রেকর্ড গড়তে যাচ্ছেন লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক

ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। রয়েছে তার প্রাচুর্যময় ক্যারিয়ার। আর সেই ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা ফুটবল বিশ্বকাপের ট্রফি। ফুটবল ক্যারিয়ারের এমন কোনও ট্রফি নেই যেটি লিওনেল মেসির শোকেসে নেই। কিন্তু অপূর্ণতা সোনালি এই ট্রফিটি। আর সেটি শোকেসে তোলার একেবারে দ্বারপ্রান্তে রয়েছেন বিশ্বের সেরা এ ফুটবলার। অনেকে আবার মেসিকে বিশ্বকাপ ট্রফি দিয়ে বিবেচনা করতে চান না। তারা মনে করেন ইতোমধ্যে মেসি সর্বকালের সেরাদের কাতারে চলে গেছেন।

রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। আর এই ম্যাচে মেসি ভাঙতে পারেন একাধিক রেকর্ড।

চলতি বিশ্বকাপে মেসি এরই মধ্যে অনেকগুলো রেকর্ড গড়েছেন। এক সেমিফাইনালেই গড়েছেন একসঙ্গে চারটি রেকর্ড। চলতি আসরে সাতবারের ব্যালন ডি’অর জয়ী পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আছেন। যেখানে তার প্রতিদ্বন্দ্বি আরেক ফাইনালিস্ট কিলিয়ান এমবাপ্পে। এই দুজনের মধ্যে কে সোনালি জুতো পান সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

তবে একটি রেকর্ড মেসি গড়বেন মাঠে নামার সঙ্গে সঙ্গে। সবচেয়ে বেশি ২৫টি বিশ্বকাপ ম্যাচ খেলে আপাতত জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউসের সঙ্গে শীর্ষে আছেন। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে নামলেই বিশ্বমঞ্চে তার ২৬তম ম্যাচ হবে। অর্থাৎ এই রেকর্ডটি তখন একার করে নেবেন মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড এরই মধ্যে গড়ে ফেলেছেন তিনি। ১৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে পেছনে ফেলেছেন মেক্সিকোর রাফায়েল মার্কুইজ (১৭) ও আর্জেন্টিনার কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে (১৬)। রোববার মাঠে নামার সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবে বিশ্বকাপের ১৯তম ম্যাচ খেলবেন তিনি।

রোববার (১৮ ডিসেম্বর) আর ২৪ মিনিট খেললে মেসি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ড ভাঙবেন। পাঁচ বিশ্বকাপে সব মিলিয়ে ২১৯৪ মিনিট খেলেছেন মেসি। সবার উপরে আছেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি, তিনি খেলেছেন ২২১৭ মিনিট।

আর মেসি যদি ফাইনাল জিতে যান, ট্রফির সঙ্গে আরেকটি রেকর্ডে ভাগ বসাবেন মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন মিরোস্লাভ ক্লোসা (১৭)। ১৬টি ম্যাচ জিতে তার পেছনে আছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

চলতি আরেকটি বিরল রেকর্ডের সামনে রয়েছেন মেসি। যেটি কিনা বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে কখনো হয়নি। আগামীকালের ফাইনালে যদি মেসি একটি গোল ও একটি অ্যাসিস্ট করতে পারেন এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় তাহলে একসঙ্গে বিশ্বকাপের মঞ্চে ট্রেবল জয়ের রেকর্ড গড়বেন তিনি। সে জন্য অবশ্য প্রথমে কামনা করতে হবে এমবাপ্পে যেন কোনও গোল না করে এবং গ্রিজম্যান যেন কোনও অ্যাসিস্ট না করেন। সর্বোপরি আর্জেন্টিনা যেন শিরোপা জিতে।

আর্জেন্টিনা যদি শিরোপা নাও পায় মেসি যদি গোল ও অ্যাসিস্ট করেন। অন্যদিকে এমবাপ্পে কোনও গোল আর গ্রিজম্যান কোনও অ্যাসিস্ট না করলে গোল্ডেন বুট ও গোল্ডেন বল পাবেন মেসি। এ রেকর্ডটি এর আগে করার সুযোগ পেয়েছিলে ১৯৮৬ সালে দিয়াগো ম্যারাডোনা। আর ২০১০ সালে জার্মানির থমাস মুলার। তবে বিশ্বকাপ শিরোপা না জিতলে গোল্ডেন বুট ও গোল্ডেন বল মেসির কাছে একটি সাধারণ শিরোপাই হিসেবে গণ্য হবে। যেটি মেসি কখনো চাইবেন না। 

এআরআই

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ