• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

৪৭১ রান করলেই চট্টগ্রাম টেষ্ট জিতবে বাংলাদেশ

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০১:১০ এএম

৪৭১ রান করলেই চট্টগ্রাম টেষ্ট জিতবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শুক্রবার টেস্টের তৃতীয় দিনে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। সব মিলিয়ে লিড নিয়েছে ৫১২ রানের। তবে তৃতীয় দিন শেষে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে ৪২ রান তুলেছে। হাতে ১০ উইকেট থাকলেও জয়ের জন্য টাইগারদের আরও চাই ৪৭১ রান।

২০০৯ সালে ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২১৭ রান করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ দল। ভারত কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে স্বাগতিকদের। এই টেস্ট জিততে বাংলাদেশকে ভাঙতে হবে অতীতের সব রেকর্ড। এ বিষয়ে কোনো সন্দেহ যে এগিয়ে থেকেই শুক্রবার টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ করল ভারতীয় দল।বাংলাদেশের হয়ে শনিবার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ব্যাট হাতে নামবেন দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত ২৫ রানে শান্ত, ১৭ রানে নামবেন জাকির।

এর আগে তৃতীয় দিনের শেষ সেশনে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে ফিরেছেন শুভমান গিল। মেহেদী মিরাজের বলে ১১০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান এই ওপেনার। এরপর অবশ্য বিধ্বংসী হয়ে উঠেন চেতেশ্বর পূজারা। ব্যাট হাতে রীতিমত মিরাজ-তাইজুলদের নাভিশ্বাস ছুটাতে থাকেন ভারতীয় এই ব্যাটার।এরপর অবশ্য ১৩০ বলে ক্যারিয়ারের দ্রুততম টেস্ট সেঞ্চুরি তুলে নেন পূজারা। টপ অর্ডার এই ব্যাটারের ১৯তম টেস্ট সেঞ্চুরি এটি। সেঞ্চুরি শটে পূজারার রান দাঁড়ায় ১০২*, এরপরই ইনিংস ঘোষণা করে ভারতীয় দল। অন্যপ্রান্তে ১৯ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ১ম ইনিংসে ভারত থামে ৪০৪ রানে। জবাব দিতে নেমে আগের দিনই পথ হারায় সাকিব আল হাসানের দল। এরপর শুক্রবার সকালে বাংলাদেশ দল ১ম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়। ফলোঅনে পড়ে টাইগাররা। কিন্তু ভারত ফলোঅন না করিয়ে নিজেরাই নামে ব্যাটিংয়ে।

 

ভারতের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট সংগ্রহ করেছেন খালেদ আহমেদ এবং তাইজুল ইসলাম। পিঠের ব্যথায় দ্বিতীয় দিনেও বল করেননি সাকিব আল হাসান। এবাদত হোসেনও ঠিক একই কারণে তৃতীয় দিনে বল করেননি।

 

এনএমএম/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ