• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাংলাদেশকে ৫১২ রানে লিড দিলো ভারত

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ১০:৩২ পিএম

বাংলাদেশকে ৫১২ রানে লিড দিলো ভারত

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ব্যাট করতে নেমে ৫১২ রানের বড় লিড নিয়েছে ভারত। জয়ের পথও সুগম করে নিয়েছে অধিনায়ক লোকেশ রাহুলের দল। ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা।

দিনের শেষ সেশনেও শুভমান গিল অর্জন করেছেন সেঞ্চুরি। মেহেদী মিরাজের বলকে টেক্কা দিয়ে ১১০ রান করেন এই ওপেনার। এরপর চেতেশ্বর পূজারাও বিধ্বংসী হয়ে তুলে নিলেন শতরান।

 

উল্লেখ্য, এর আগে ১ম ইনিংসে ভারত থামে ৪০৪ রানে। জবাব দিতে নেমে আগের দিনই পথ হারায় সাকিব আল হাসানের দল। এরপর শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ দল ১ম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়। ফলোঅনে পড়ে টাইগাররা। কিন্তু ভারত ফলোঅন না করিয়ে নিজেরাই নামে ব্যাটিংয়ে।

 

এনএমএম/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ