• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টাইগার খালেদের থাবায় কাবু অধিনায়ক রাহুল

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০৯:১৪ পিএম

টাইগার খালেদের থাবায় কাবু অধিনায়ক রাহুল

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় ইনিংসের মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ ক্রিকেট দল অস্বস্তি নিয়ে গেলেও ভারত ছিল আত্মবিশ্বাসী। কিন্তু বিরতি থেকে ফিরেই টাইগার খালেদ আহমেদ আঘাত হানে ভারতের উপর।

দলীয় ৭০ রানের পর খালেদ আহমেদের বলে ২৩ রানে থাকা ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল পুল শট খেলতে গিয়ে তাইজুলের দারুণ ক্যাচে ফিরে যান। তাতে খানিকটা স্বস্তি আসে বাংলাদেশ দলে।

এই মুহূর্ত ভারতীয় দলের লিড গিয়ে দাঁড়িয়েছে ৪৩৭ রান। ক্রিজে ব্যাট করছেন শুভমান গিল এবং চেতেশ্বর পূজারা। এর আগে ভারতের বিপক্ষে গতকাল দ্বিতীয় দিন শেষে ২৭১ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছিল বাংলাদেশ দল।

 

২৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। তবে তৃতীয় দিনের শুরুতে এবাদত-মিরাজকে হারিয়ে অলআউট হয় টাইগাররা ১৫০ রানে।

 

এনএমএম/এএল

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ