• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বজুড়ে মেসির জার্সির তুমুল চাহিদা, সংকটে অ্যাডিডাস

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০৮:৫৮ পিএম

বিশ্বজুড়ে মেসির জার্সির তুমুল চাহিদা, সংকটে অ্যাডিডাস

ক্রীড়া ডেস্ক

মেসির হাত ধরে আবারও বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। নিজেদের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের হট ফেভারিট দলটি। রোববার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি।

মেসির বিশ্বকাপ মঞ্চের শেষ ম্যাচটি ঘিরে উত্তেজনার কমতি নেই বিশ্বব্যাপী তার লাখো-কোটি সমর্থকের মাঝে। প্রিয় ফুটবলারের হাতে সোনালী ট্রফি দেখায় অপেক্ষায় প্রহর গুনছে তারা। মেসি নৈপুণ্যে বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখছে আর্জেন্টাইন সমর্থকরা।

আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর দলটির সমর্থকও বাড়ছে বেশ। যার প্রমাণ মিলছি মেসির জার্সি সংকট দেখা দেয়ার পর। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি তৈরিকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস মেসির ১০ নম্বর এবং নামাঙ্কিত যত জার্সি তৈরি করেছে বিশ্বকাপ উপলক্ষে, সেগুলো এরই মধ্যে শেষ হয়ে গেছে।

প্রতিষ্ঠানটির সূত্রমতে জানা যায়, বিশ্বব্যাপী মেসির জার্সির এত বেশি চাহিদা তৈরি হয়েছে যে, তা সরবারহ করতে হিমশিম খেতে হচ্ছে অ্যাডিডাসকে।

বিশেষ করে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর মেসির ১০ নম্বর জার্সি বিক্রি বেড়ে যায় হু হু করে। যার ফলে বুয়েন্স আয়ার্স, মাদ্রিদ, দোহা, টোকিও- বিশ্বের এমন কোনো শহর নেই যেখানে মেসির জার্সি সংকট তৈরি হয়নি।

ক্রীড়াভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বের অধিকাংশ জায়গাতেই মেসির জার্সি আউট অব স্টক। অ্যাডিডাসের আউটলেটের সামনে গেলেই ভক্তরা দেখতে পাচ্ছেন- ‘মেসিস জার্সি! সোল্ড আউট।’

প্রতিবেদনে জানা যায়, মেসির নাম ও নম্বর নামাঙ্কিত কোনো সাইজেরই জার্সি মিলছে না কোনো আউটলেটে। কাতার বিশ্বকাপ এবং আর্জেন্টিনা যেভাবে ফাইনাল পর্যন্ত উঠে এসেছে, তাতে ম্যাচের পর ম্যাচ শুধু জার্সির চাহিদা বেড়েছেই।

অ্যাডিডাস দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি তৈরিকারী প্রতিষ্ঠান। জার্মান এই প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা জার্সির স্পন্সর হওয়ার পর থেকেই তাদের ব্যবসা ফুলেফেঁপে বড় হতে থাকে। কারণ সারাবিশ্বে আর্জেন্টিনার জার্সির যত চাহিদা সব সময়, তা অন্য আর কোনো ফুটবল দলের নেই।

 

 

এআরআই/এএল

আর্কাইভ