• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সেরা তিনে মিরাজ

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ০৬:৪৮ এএম

ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সেরা তিনে মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

আইসিসির সর্বশেষ প্রকাশিত ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সেরা তিনে ঠাঁই পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। এ নিয়ে প্রথমবারের ওয়ানডের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সেরা তিনে জায়গা পেয়েছেন দুই বাংলাদেশি। রশিদ খানকে টপকে ২৮৪ পয়েন্ট নিয়ে ছয় থেকে সেরা তিনে প্রবেশ করেছেন এই টাইগার অলরাউন্ডার। এছাড়া শীর্ষস্থান ধরে রেখেছেন যথারীতি সাকিব আল হাসান।

সাকিবের রেটিং পয়েন্ট ৩৮৯। নবীর রেটিং পয়েন্ট ৩১০। এই আফগান অলরাউন্ডারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মিরাজই। তার রেটিং পয়েন্ট ২৮৪।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক সেঞ্চুরিসহ করেছেন ১৪১ রান। প্রথম ওয়ানডেত মোস্তাফিজকে নিয়ে দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে এক উইকেটের জয় এনে দিয়েছিলেন মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে হার না মানা সেঞ্চুরিতেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা। 

এছাড়া সিরিজ জুড়ে বল হাতে তুলে নেন ৪ উইকেট। স্বপ্নের মতো সিরিজ পার করার পুরস্কারও নগদে পেলেন তিনি। গেল সপ্তাহেও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ছিল ছয়ে, তবে আজ উঠে এসেছেন তিনে। অলরাউন্ডারদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। এর পরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

এদিকে ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে মাহমুদউল্লাহ দুই ধাপ এগিয়ে রয়েছেন ৩৫ নম্বরে, মুশফিকুর রহিম তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৩ নম্বরে। ইনজুরির কারণে এই সিরিজে ছিলেন না নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। তিনি আছেন সবচেয়ে উপরে ১৬তম স্থানে। সাকিব রয়েছেন ৩৪ নম্বরে। লিটন দাস রয়েছেন অবশ্য ৩০ নম্বরে।

আরও পড়ুন : মরক্কোকে ঠেকাতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে ফ্রান্স

ভারতের বিপক্ষে ব্যাট হাতে বড় রান না পেলেও বোলিংয়ে উজ্জ্বল ছিলেন সাকিব। তিন ম্যাচে নেন মোট ৯টি উইকেট। এর মধ্যে মিরপুর শেরেবাংলায় প্রথম ওয়ানডেতে নিয়েছিলেন ৫ উইকেট। এমন বোলিংয়ের সুবাদে ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ ওপরে উঠে এসে তিনি রয়েছেন ৮ নম্বরে।

সাকিবের পাশাপাশি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানেরও। ভারত সিরিজে মোটে দুটি উইকেট পেলেও এক ধাপ কমে নয়ে অবস্থান করছেন তিনি।

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ