• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বকাপের দেশ থেকে বিড়াল নিয়ে ইংল্যান্ড ফিরছেন ওয়াকার-স্টোনস

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ১১:৩২ পিএম

বিশ্বকাপের দেশ থেকে বিড়াল নিয়ে ইংল্যান্ড ফিরছেন ওয়াকার-স্টোনস

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ জয় করতে কাতারে এসেছিলে ইংল্যান্ড। কিন্তু ফ্রান্সের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে ইতোমধ্যেই বিদায় নিয়েছে তারা। তবে বিশ্বকাপ নিয়ে দেশে ফিরতে না পারলেও খালি হাতে দেশে ফিরছেন না ইংলিশ ফুটবলাররা। কাতারের নিঃসঙ্গ একটি বিড়ালকে দত্তক নিয়ে দেশে ফিরছেন ইংল্যান্ডের দুই ফুটবলার কাইল ওয়াকার ও জন স্টোনস। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

কাতার বিশ্বকাপ চলাকালীন সময়ে দলের ট্রেনিং ক্যাম্পে বিড়ালটির সঙ্গে বন্ধুত্ব হয় ওয়াকার ও স্টোনসের। সেই বিড়ালকে নিয়েই এবার দেশে ফিরছেন তারা। ইতিমধ্যেই ইংলিশ ফুটবলার স্টোনস বিড়ালটির নাম রেখেছেন ডেভ। নিজ দেশে ফিরে বিড়ালটিকে কাছে পেতে চার মাস অপেক্ষা করতে হবে তাদের। কারণ, এই চার মাস কোয়ারেন্টাইনে রাখা হবে ডেভকে।

আরও পড়ুন : কাতার বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যারা

ইতিমধ্যেই এই বিড়ালকে টিকা দেওয়া ও মাইক্রোচিপ লাগিয়ে নিতে কাতার প্রাণী কল্যাণ সোসাইটিকে ২ হাজার পাউন্ড দিয়েছে ওয়াকার ও স্টোনস। ওয়াকার বলেন, ‘একদিন সে ওখানে ছিল, আমি আর স্টোনস তাকে পোষ্য নিতে চাইলাম। ডেভকে আমাদের টেবিলে স্বাগত জানালাম, কিছু লোক সত্যিই বিড়ালকে পছন্দ করেনি। কিন্তু আমি তাকে ভালোবাসি। প্রতি রাতে সে তার খাবারের জন্য অপেক্ষা করতো।’

 

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ