• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লড়াইয়ের পূর্বে এমবাপ্পেকে যে বার্তা দিলেন হাকিমি

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৭:০৮ এএম

লড়াইয়ের পূর্বে এমবাপ্পেকে যে বার্তা দিলেন হাকিমি

ক্রীড়া প্রতিবেদক

ক্লাব ফুটবলে সারা বছরই এক সঙ্গে পথচলা। বন্ধুত্বটাও বেশ দুইজনের। একসঙ্গে লড়েছেন গুরুত্বপূর্ণ নানা ম্যাচ। তবে এবার প্রতিপক্ষ তারা। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে এখন মুখোমুখি ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমি। নিজ নিজ দেশের তারকা এই দুই ফুটবলার মুখিয়ে আছেন একে অপরকে হারানোর জন্য। 

কাতার বিশ্বকাপে ইতিহাস তৈরি করে সেমিফাইনালে পা রাখে মরক্কো। ফাইনালে উঠার লড়াইয়ে ১৪ ডিসেম্বর ফ্রান্সের মুখোমুখি হবে তারা। 

চলমান বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে ইতিহাস রচনা করে হাকিমির দেশ মরক্কো। ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার আগে দলটির তারকা ফুটবলার এমবাপ্পেকে উদ্দেশ্য করে টুইট করেন হাকিমি। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে হাকিমি লিখেন, ‍‍`দ্রুতই দেখা হবে বন্ধু।‍‍` এরপর একটি হার্ট সাইন এবং হ্যান্ডশেক এর ইমোজি দেন তিনি। 

আরও পড়ুন: পর্তুগালে ফিরছেন না রোনালদো

সেমিফাইনালে এমবাপ্পে এবং তার দলের আক্রমণ রুখতে বড় ভূমিকা রাখতে হবে মরক্কোর হাকিমিকে। বন্ধু এমবাপ্পের সেই আক্রমণগুলো রুখে দিয়ে নতুন কোনো ইতিহাস তৈরি করতে পারে কিনা মরক্কো এখন সেটিই দেখার বিষয়। 

 

 

এআরআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ