• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পর্তুগালে ফিরছেন না রোনালদো

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০৪:০১ এএম

পর্তুগালে ফিরছেন না রোনালদো

ক্রীড়া প্রতিবেদক

মরক্কোর কাছে অপ্রত্যাশিতভাবে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোদের। সেটা হয়তো রোনালদো অবমূল্যায়নের ফল। পর্তুগাল বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও এখনই কাতার ছাড়ছেন না রোনালদোসহ দলের ১০ খেলোয়াড়। 

এ ব্যাপারে পর্তুগালের ফুটবল ফেডারেশন জানিয়েছে, রোনালদো, বার্নান্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, দিয়োগো দালত, রুবেন নেভেস, রুই প্যাট্রিসিয়ো, রাফায়েল গুয়েরেরো, রাফায়েল লিয়াও, জোয়াও কানসেলো ও মাহেউস নুনেস এখনই দেশে ফিরে আসছেন না। তারা কাতারে রয়েছেন। বাকি ১৪ জন রোববার (১১ ডিসেম্বর) পর্তুগালে ফিরে যাবেন। তবে কেন রোনালদোরা দেশে ফিরছেন না সে বিষয়ে কিছু জানায়নি পর্তুগালের ফুটবল ফেডারেশন।

এবারের আসরটি ছিল পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। যার ফলে স্বপ্ন ছিল বিশ্বকাপ শিরোপা ছুঁয়ে দেখার। কিন্তু মরক্কোর কাছে অপ্রত্যাশিত হারে সে স্বপ্ন ভেস্তে যায়। যদিও তিনি এখনো অবসরের ঘোষণা দেননি তবে অনেকেই বলছেন রোনালদো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়ে সবার আগে সাজঘরের পথ ধরেন রোনালদো।

গ্রুপ পর্বের তিন ম্যাচে প্রথম একাদশে থাকলেও নিজের নামের প্রতি সুবিধা করতে পারেননি রোনালদো। তাই শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে সিআরসেভেনকে সাইডবেঞ্চে বসিয়ে রাখেন কোচ সান্তোস। তার পরিবর্তে গঞ্জালো রামোসকে মাঠে নামান তিনি। প্রথম ম্যাচেই রামোস হ্যাটট্রিক তুলে নেন। ম্যাচে পর্তুগাল জয় পায় ৬-১ গোলের বড় ব্যবধানে। 

কোয়ার্টার ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ ছিল মরক্কো। সুইসদের বিপক্ষে সাফল্য পাওয়ায় এ ম্যাচেও রোনালদোকে সাইডবেঞ্চে বসিয়ে রাখেন ফার্নান্দো সান্তোস। তবে এবার প্রথমার্ধেই গোল খেয়ে বসে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে রোনালদো মাঠে নামলেও কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় রোনালদো-ফিলিক্সদের। 

আরও পড়ুন : বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে আসছে নতুন বল

আরও পড়ুন : নতুন কোচের সন্ধানে সেলেসাওরা, নেইমারকে অবসর নিতে বারণ পেলের

মরক্কোর কাছে পর্তুগাল হেরে যাওয়ায় রোনালদোকে প্রথম থেকে না খেলানোয় কোচের দিকে আঙুল তুলেন তার বান্ধবী জর্জিনা। তিনি নিজের ইনস্টাগ্রামে লিখেন, তোমার (রোনালদো) বন্ধু ও কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, যাকে তুমি এক সম্মান কর। সেই বন্ধু, যে শেষ পর্যন্ত তোমাকে মাঠে নামাল। তারপর দেখল সবকিছু কেমন বদলে গিয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

রোনালদোকে দলের বাইরে রেখে সান্তোস দলকে ডুবিয়েছেন অভিযোগ করে জর্জিনা আরও লিখেন, তুমি বিশ্বের সেরা ফুটবলারকে এভাবে অবহেলা করতে পার না। তোমার দলের সেরা অস্ত্রকেই তুমি বসিয়ে রেখেছ। এটা ঠিক নয়। জীবন আমাদের শিক্ষা দেয়। আমরা হারিনি। আমরা শিখেছি।

এআরআই/ সাজেদ

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ