• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নার্ভাস নাইন্টির শিকার তামিম

প্রকাশিত: মে ১, ২০২১, ০৪:৫৯ পিএম

নার্ভাস নাইন্টির শিকার তামিম

ক্রীড়া ডেস্ক

আবারও তীরে এসে তরী ডোবালেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯২ রানে সাজঘরে ফেরেন তিনি। ক্যান্ডির পাল্লেকেলেতে নিয়ে দুইবার সেঞ্চুরি করার দারুণ সুযোগ হারালেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সিরিজ কাটানো বাংলাদেশের এই ওপেনার ক্যারিয়ারের ৩১তম হাফ সেঞ্চুরিটি শতকে রূপ দেয়ার পথে দারুণভাবে এগোচ্ছিলেন।

ম্যাচের ৪৩ ওভার দুই বলে প্রবীণ জয়াবিক্রামার বলে থিরিমান্নের তালুবন্দি হন তামিম। ১৫০ বলে খেলেছেন ধৈর্যশীল এক ইনিংস। একডজন চার হাঁকানো ইনিংসের শেষটা এতটা মলিন হবে তা ভাবেনি কেউ।

সবশেষ ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন তামিম। সেটি ছিল তার ক্যারিয়ারের নবম শতক। এরপর পাঁচবার শতকের কাছাকাছি গিয়েও তা পূরণে ব্যর্থ হন চট্টলার এই ব্যাটসম্যান।

লঙ্কান সফরের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯০ এবং দ্বিতীয় ইনিংসে ৭৪ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় টেস্টেও ছিলেন দুর্দান্ত। কিন্তু এবারও নার্ভাস নাইন্টির আক্ষেপে পুড়তে হলো তাকে। বিদায় নিলেন শতক থেকে মাত্র রান দূরে থাকতে। 

হাসিব/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ