• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

ক্রোয়েশিয়া বধ করতে অনুশীলনে আলবিসেলেস্তারা

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২, ১১:৪৯ পিএম

ক্রোয়েশিয়া বধ করতে অনুশীলনে আলবিসেলেস্তারা

ক্রীড়া প্রতিবেদক

আর মাত্র দুটা ম্যাচ জিতলেই স্বপ্নের উঠবে মেসির হাতে। সেই স্বপ্ন পূরণের প্রথম বাধা এখন ক্রোয়েশিয়া। ক্রোয়েটদের বধ করতে ইতোমধ্যেই অনুশীলন করছে মেসিরা। 

নেদারল্যান্ডস বধের পর একদিন বিশ্রামে কাটিয়ে সেমিফাইনালের জন্য জিমে ঘাম ঝরিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। কার্ড জটিলতায় সেমিফাইনাল মিস করবেন মার্কাস অ্যাকুনা ও গঞ্জালো মন্টিয়েল। তবে ফাইনালের জন্য কার্ড জটিলতার ভয় থাকছে না মেসি পারেদেসদের জন্য। 

এখনো অনেকটা পথ বাকি। সোনালী ট্রফি উচিয়ে ধরতে জিততে হবে আরও দু’ম্যাচ। নেদারল্যান্ডসের বিপক্ষে নাটকীয় ম্যাচে জয়ের পর অনুশীলনে আর্জেন্টিনা। একদিন বিরতি দিয়ে কাতার বিশ্ববিদ্যালয় মাঠে ফুটবলারদের পরখ করেছেন টেকনিক্যাল ডিরেক্টর।

রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা ওয়ার্মআপ করেছেন। আর লিওনেল মেসিসহ মূল একাদশের কয়েকজন জিমে ঘাম ঝরিয়েছেন।

এখনো লিওনেল স্কালোনির চিন্তার কারণ রদ্রিগো দি পলের মাস্কুলার ইনজুরি। শেষ ম্যাচের মতো সেমিফাইনালেও পুরো ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা। একই অবস্থা দলের আরেক তারকা অ্যাঞ্জেলো ডি মারিয়ার।

তবে মার্কাস অ্যাকুনা ও গঞ্জালো মন্টিয়েলকে নিয়ে কোন যদি কিন্তু নয়। কার্ড জটিলতায় দু’জনেরই খেলা হচ্ছে না ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল।

ফাইনালের জন্য বিশেষ নিয়ম বলেই চিন্তা থাকছে না লিওনেল মেসি, লিসান্দ্রো মার্টিনেজ, পারেদেসদের। সেমিতে হলুদ কার্ড দেখলে ফাইনাল খেলতে বাধা থাকবে না তাদের।

এরআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ