• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হতাশার দিনে পেলেকে স্পর্শ করলেন নেইমার

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০৭:২৯ এএম

হতাশার দিনে পেলেকে স্পর্শ করলেন নেইমার

ক্রীড়া প্রতিবেদক

ক্রোয়েশিয়ার কাছে হার। আর কোয়ার্টার থেকে ব্রাজিলের বিদায়। পূরণ হলো না হেক্সার স্বপ্ন। যা বয়ে বেড়াতে হবে আরও চারটি বছর। ম্যাচের অতিরিক্ত সময়ে এসে আগে লিড পেয়েছিল ব্রাজিল। কিন্তু ১২ মিনিট পরেই গোল হজম করতে হয় ব্রাজিলকে। এরপর অতিরিক্ত সময়ে কোনো দলই গোল না পেলে ম্যাচ গড়ায় পেনাল্টি শট আউটে। আর সেখানেই দূর্ভাগ্য এসে হানা দেয় নেইমাদের। রদ্রিগো ও মারকুইনোস এর পেনাল্টি মিসে ৪-২ গোলে হারতে হয় ব্রাজিলকে।  তবে হতাশার এই দিনে সেলেসাও কিংবদন্তী পেলেকে স্পর্শ করলেন নেইমার। ক্রোয়েশিয়ার জালে ব্রাজিলের একমাত্র গোলটি করেছেন নেইমার। 

আরও পড়ুন: সেমিতে ক্রোয়েশিয়া, বিশ্বকাপ থেকে বিদায় নেইমারদের

এই ম্যাচের আগে ব্রাজিলের জার্সি গায়ে নেইমার ১২৩ ম্যাচে ৭৬ গোল করেন। আর পেলে করেছিলেন ৯১ ম্যাচে ৭৭ গোল। তবে ১২৪তম ম্যাচে এসে ক্রোয়েশিয়ার বিপক্ষে একমাত্র গোলটি করে পেলেকে স্পর্শ করেন তিনি। ধারণা করা হচ্ছে, আরও একটি বিশ্বকাপ হয়তো খেলবেন নেইমার। আর ততদিনে অবশ্যই পেলেকে ছড়িয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল দাতা হিসেবে নিজের নাম লেখাবেন নেইমার।

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ