• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গোল ছাড়াই প্রথমার্ধ শেষ করলো ব্রাজিল-ক্রোয়েশিয়া

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০৩:৫০ এএম

গোল ছাড়াই প্রথমার্ধ শেষ করলো ব্রাজিল-ক্রোয়েশিয়া

ক্রীড়া প্রতিবেদক

যেনো পুরোনো সেই ছন্দে নেই ব্রাজিল। হারিয়ে ফেলেছেন নিজেদের ছন্দ। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে অন্য ব্রাজিলকে দেখা গেছে। যেনো ছন্নছাড়া। আর তাতেই বাড়ছে শঙ্কা। ২০ বছর ধরে নকআউট পর্বে ইউরোপীয়ান কোনও দেশকে হারাতে না পারা। নাহলে যে ব্রাজিল শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩৬ মিনিটেই ৪ গোল দিয়ে দেয় সেই ব্রাজিলকে এদিন আক্রমনেই খুব একটা দেখা গেলো না। তবে এদিন ব্রাজিলের তুলনায় ভালো খেলছে ক্রোয়েশিয়া। আক্রমনও করেছিল বেশ কয়েকবার কিন্তু মেলেনি গোলের দেখা। ফলে গোল শূণ্য সমতায় প্রথমার্ধ শেষ করে দুই দল।

শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে মাঠে নামে ব্রাজিল-ক্রোয়েশিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দুই দল। ম্যাচের ১০ মিনিটে সাজানো আক্রমণে ওঠে ব্রাজিল। বাম প্রান্ত দিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকার চেষ্টা করে রাফিনহা। তবে সেখান থেকে ক্রস করতে ব্যর্থ হন তিনি। ম্যাচের ১২ মিনিটে ডান দিক থেকে ক্রস করেন মারিও প্যাসালিচ তবে তাতে পা ছোঁয়াতে ব্যর্থ হন ওসিপ জুরানোভিচ। এরপর ম্যাচের ১৪ মিনিটে কর্নার পায় ক্রোয়েশিয়া। তবে সেখান থেকে সুবিধা করতে পারেনি তারা।

এরপর খেলার গতি কিছুটা কমিয়ে এনে নিজেদের মধ্যে বল দেয়া নেয়া করে আক্রমণে ওঠার চেষ্টা করে ব্রাজিল। ম্যাচের ২০ মিনিটে বাম দিক থেকে আক্রমণে ওঠে ব্রাজিল। ডি বক্সের ভেতরে নেইমারের সঙ্গে ওয়ান টু করে বল পেয়ে শট করলেও তা আটকে দেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডাররা। এরপর পাওয়া বলে নেইমার শট করলেও তা আটকে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ।

ম্যাচের ২৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট করেন ক্যাসেমিরো। তবে তা ডিফেন্ডারের গায়ে লেগে কর্নার হয়। কর্নার থেকেও সুবিধা করতে পারেনি ব্রাজিল। ম্যাচের ২৫ মিনিটে ওসিপ জুরানোভিচকে ফাউল করার কারণে হলুদ কার্ড দেখেন দানিলো। ডান প্রান্ত থেকে ফ্রি কিক পায় ক্রোয়েশিয়া। সেখান থেকে মড্রিচের নেয়া ফ্রি কিক ক্লিয়ার করে দেন থিয়াগো সিলভা।

ম্যাচের ২৮ মিনিটে মাঝমাঠ থেকে ফ্রি কিক পায় ব্রাজিল। তবে তা থেকে কোন সুবিধা করতে পারেনি তারা। ম্যাচের ৩০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট করেন ইভান পেরিসিচ। তবে তা চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে। এরপর ম্যাচের ৩১ মিনিটে নেইমারকে ফাউল করার কারণে মার্সেলো ব্রোজোভিচকে হলুদ কার্ড দেখান রেফারি।

ম্যাচের ৩৫ মিনিটে ব্রাজিল আক্রমণে গেলেও তা থেকে গোল পেতে ব্যর্থ হয় তারা। এরপর ম্যাচের ৩৭ মিনিটে আক্রমণে যায় ক্রোয়েশিয়া। তবে তা ক্লিয়ার করে দেয় ডিফেন্ডাররা। ম্যাচের ৪১ মিনিটে ডি বক্সের সামান্য বাইর থেকে ফ্রি কিক পায় ব্রাজিল। সেখান থেকে নেইমারের নেয়া ফ্রি কিক সহজেই নিজের গ্লাভসে নেন ডমিনিক লিভাকোভিচ।

আরও পড়ুন : ডাচদের হারাতে রাতে মাঠে নামবে আর্জেন্টিনা, দেখে নিন সম্ভাব্য একাদশ

এরপর গোলের লক্ষ্যে বেশ কিছু আক্রমণ করে দু‍‍`দল। তবে শেষ পর্যন্ত গোল না হওয়ায় গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ করে ব্রাজিল ও ক্রোয়েশিয়া।

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ