• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ক্রোয়েশিয়া বধের লক্ষ্যে মাঠে নামছে ব্রাজিল

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০২:৪৯ এএম

ক্রোয়েশিয়া বধের লক্ষ্যে মাঠে নামছে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

হেক্সা জেতার লক্ষ্যে কাতার বিশ্বকাপে পা রেখেছিল ব্রাজিল। ইতোমধ্যেই কোয়ার্টার নিশ্চিত করেছে তারা। এবার সেমিফাইনালের লক্ষ্যে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে সেলেসাওরা। এই ম্যাচে জয় পেলে হেক্সার মিশন পূরণ হবে নেইমারদের। শুক্রবার (৯ ডিসেম্বর) জয়ের লক্ষ্যে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল।

তবে ম্যাচের আগে ব্রাজিলের শঙ্কা ২০ বছর ধরে নকআউটে কোনও ইউরোপীয় দলকে না হারাতে পারার রেকর্ড। ক্রোয়াটদের বিপক্ষে নামার আগে ব্রাজিলের দুশ্চিন্তা লেফটব্যাক পজিশন। তবুও আজ একাদশে আরও একবার সুযোগ পেয়েছেন দানিলো। যদিও আগের সুযোগে তেমন সুবিধা করতে পারেননি দানিলো।

আরও পড়ুন : আজই কি পেলেকে ছাড়িয়ে যাবেন নেইমার!

রক্ষণভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও ব্রাজিলের আক্রমণভাগ বেশ শক্তিশালী। আক্রমণভাগে রয়েছে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসনের মত ফুটবলাররা যারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় বদলে দিতে পারে। বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে কাতারে পা রাখা ব্রাজিল দল ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে সেমিতে পা রাখবে এমনটাই প্রত্যাশা ব্রাজিল ভক্তদের।

ব্রাজিলের স্কোয়াড

অ্যালিসন বেকার, এডার মিলিতাও, মারকুইনহোস, থিয়েগো সিলভা, দানিলো, ক্যাসিমিরো, লুকাস পাকেতা, নেইমার, রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসন।

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ