প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২, ০১:৫১ এএম
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দীর্ঘ সাত বছর পর ঢাকায় পা রেখেছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রোহিত-কোহলিরা। এদিন ভারতের মুম্বাই হয়ে ঢাকায় পৌঁছায় ভারতীয় দলের ক্রিকেটাররা। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ৪ ডিসেম্বর প্রথম ওয়ানডেতে এবং ৭ ডিসেম্বরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
সর্বশেষ ২০১৫ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল টিম ইন্ডিয়া। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১-এ জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ। আর একমাত্র টেস্টটি ড্র হয়। অবশ্য ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে এশিয়া কাপ টি-টোয়েন্টি খেলে গেছে ভারত। সেবার বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এমএস ধোনির দল।
সিরিজের শেষ ওয়ানডে ১০ ডিসেম্বর মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১৪ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর ঢাকায় ফিরে ২২ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে নামবে দুদল।
এআরআই/এএল