• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে ফ্রান্সের সর্বকালের গোলের রেকর্ড গড়লেন অলিভিয়ের গিরুড

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ১০:৪৪ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে ফ্রান্সের সর্বকালের গোলের রেকর্ড গড়লেন অলিভিয়ের গিরুড

ক্রীড়া ডেস্ক

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স কাতারের আল জানুব স্টেডিয়ামে গ্রুপ সি-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ জয়ের মাধ্যমে তাদের ফিফা বিশ্বকাপ ২০২২ অভিযান শুরু করেছে। 

নবম মিনিটে ক্রেইগ গুডউইনের গোলে অস্ট্রেলিয়া এগিয়ে যায়।

২৭ মিনিটে বক্সের মাঝখানের ক্রস এবং অ্যাড্রিয়েন রাবিওটের সুন্দর হেডারে ১-১ গোলে সমতায় ফেরে ফ্রান্স।

৩২তম মিনিটে অলিভার গিরুডের গোলে ফ্রান্স অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধ শুরু হয়েছিল ফ্রান্সের ধার ধরে রাখা এবং অস্ট্রেলিয়া আবার জাল খুঁজে পেতে লড়াই করে।

 ৬৮ মিনিটে,  কিলিয়ান এমবাপ্পে একটি সুন্দর হেডারে তার প্রথম গোল করেন। 

মাত্র তিন মিনিট পরে, অলিভিয়ের গিরাউড অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে এগিয়ে দেন। ফরাসি ইতিহাসে সবচেয়ে বেশি গোলের জন্য থিয়েরি হেনরিকে ৫১ গোলে বেঁধে রেখেছেন জিরুড।

 

এসএই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ