প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০৮:৪৮ পিএম
সাভার বিকেএসপির ৪ নম্বর মাঠে
ঘটনাবহুল ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে
সুপার ওভারে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১০ ম্যাচে ৬
জয় ও ৩ হারে
১৩ পয়েন্ট নিয়ে সুপার লিগ
পর্ব নিশ্চিত করল তারা। সুপার
ওভারে খেলাঘরের ১৩ রানের জবাবে
শেষ বলে জয় নিশ্চিত
করেন ইরফান শুক্কুর।
১০
ওভারে ৮৯ রানের লক্ষ্যে
ব্যাটিংয়ে নেমে খেলাঘরের ইনিংসও
থামে ৮৮ রানে, ম্যাচ
টাই হলে ফলাফলের জন্য
সেটা গড়ায় সুপার ওভারে।
যে সুপার ওভারে জয় পেয়েছে মোহামেডানই,
সুপার ওভারের শুরুতে ব্যাটিংয়ের সুযোগ পায় খেলাঘর সমাজ
কল্যাণ সমিতি।
আবু
জায়েদ রাহির হাতে বল তুলে
দেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক শুভাগত হোম চৌধুরী, খেলাঘরের
হয়ে ব্যাটিংয়ে নামেন মাসুম খান ও ফরহাদ
রেজা। মাসুম খানের ২ বাউন্ডারিতে ১৩
রানের পুঁজি পায় খেলাঘর, জবাবে
ইরফান শুক্কুরের ছক্কায় দারুণ শুরু পায় মোহামেডান
স্পোর্টিং ক্লাব।
সৈয়দ
খালেদ আহমেদের করা দ্বিতীয় বলে
১ রান ও তৃতীয়
বলে ২ রান নিয়ে
সমীকরণ ৩ বলে ৫-এ নামিয়ে আনে
মোহামেডান, চতুর্থ বলে বাউন্ডারি মেরে
জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন ব্যাট
হাতে ম্যাচের নায়ক আব্দুল মজিদ।
কিন্তু
পরের বলেই তিনি আউট
হলে শেষ বলে ১
রানের প্রয়োজন হয় মোহামেডানের, সেটা
তুলে জয় নিয়েই মাঠ
ছাড়েন ইরফান শুক্কুর। এই জয়ে ডিপিএলে
সুপার লিগে খেলা নিশ্চিত
হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের, অন্য দিকে সুপার
লিগের লড়াই থেকে ছিটকে
গেল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
এর
আগে মোহামেডানের ৮৮ রানের জবাব
দিতে নেমে শুরুতেই ইমতিয়াজ
হোসেন ও সাদিকুর রহমান
ফিরলেও অধিনায়ক জহুরুল ইসলাম অমির ব্যাটে জয়ের
পথেই ছিল খেলাঘর, শেষ
দিকে মাসুম খান ১৭ বলে
৩ ছক্কা ১ চারে ৩৩
রানের ইনিংস খেললেও মেহেদি হাসান মিরাজ, ফরহাদ রেজাদের ব্যর্থতায় জেতা হয়নি তাদের।
নির্ধারিত
১০ ওভার শেষে খেলাঘরেরও
সংগ্রহ দাঁড়ায় ৮৮ রান। ফলে
টাই হওয়ায় সুপার ওভারে চলে যায় ম্যাচটি।
জহুরুল ইসলাম অমি ১৫ বলে
৩ চার ও ২
ছক্কায় করেন ২৮ রান,
মিরাজ ১৪ রান করলেও
খেলেন ১৬টি বল; মোহামেডানের
হয়ে ৩টি করে উইকেট
পেয়েছেন শুভাগত হোম চৌধুরী ও
আসিফ হোসেন।
ম্যাচের
শুরুতে ভেজা উইকেটে টসে
জিতে ব্যাটিংয়ে নেমে আব্দুল মজিদ
এক পাশে দারুণ ব্যাট
করলেও অন্য পাশে চলে
ব্যাটারদের আসা যাওয়ার মিছিল,
পারভেজ হোসেন ইমন ৭, ইরফান
শুক্কুর ৫ ও শামসুর
রহমান শুভ ৮ রান
করে মজিদকে সঙ্গ দেয়ার চেষ্টা
করলেও বাকিদের ব্যর্থতায় সম্ভাবনা জাগিয়েও ভালো স্কোর গড়তে
পারেনি মোহামেডান।
শেষ
দিকে অদ্ভুতুড়ে ব্যাটিংয়ে ২ রানের ব্যবধানে
৫ উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ৯
উইকেটে ৮৮ রানে থামে
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইনিংস। ফিফটি তুলে নেয়া আব্দুল
মজিদ ৩০ বলে ৫
চার ও ৪ ছক্কায়
৫৭ রান করেন।
মোহামেডানের
৫ ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। দুই অঙ্ক স্পর্শ
করতে পারেননি আব্দুল মজিদ ছাড়া দ্বিতীয়
কোনো ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান এসেছে
শামসুর রহমান শুভর ব্যাট থেকে,
ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের হয়ে মাত্র ২
ওভার বোলিংয়ে ২৩ রান দিয়ে
৫ উইকেট তুলে নিয়েছেন আনিসুল
ইসলাম ইমন।
সংক্ষিপ্ত
স্কোর :
মোহামেডান
স্পোর্টিং ক্লাব ৮৮/৯ (১০
ওভারের ম্যাচ; আব্দুল মজিদ ৫৭, পারভেজ
হোসেন ইমন ৭, ইরফান
শুক্কুর ৫, শামসুর রহমান
শুভ ৮, আনিসুল ইসলাম
ইমন ৫/২৩, টিপু
সুলতান ১/১৬)।
খেলাঘর
সমাজ কল্যাণ সমিতি ৮৮/৫ (১০
ওভারের ম্যাচ; জহুরুল ইসলাম অমি ২৮, মেহেদি
হাসান মিরাজ ১৪, মাসুম খান
৩৩, শুভাগত হোম চৌধুরী ৩/১০, আসিফ হাসান
২/১৭, তাসকিন আহমেদ
২/১৭)।
ফলাফল
: সুপার ওভারে জয়ী মোহামেডান স্পোর্টিং
ক্লাব।
হাসিব/এম. জামান