• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আগের উইকেটেই নতুন ম্যাচ! ক্ষমা চাইলো ইসিবি

প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০৩:৩৭ পিএম

আগের উইকেটেই নতুন ম্যাচ! ক্ষমা চাইলো ইসিবি

ক্রীড়া ডেস্ক

ছেলেদের ক্রিকেটে এমন কাণ্ড কখনও ঘটেছে কিনা তা জানতে ইতিহাসের অনেক পাতা উল্টাতে হবে। তবে নারীদের ক্রিকেটেই ঘটে গেল এমন অঘটনা। সহজ করে বললে অবহেলার ঘটনা! ইংল্যান্ড বনাম ভারত দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচে দেয়া হয়েছে পূর্বের ব্যবহৃত উইকেট।

প্রথম সারির দুইটি দেশ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলতে নামছে সেই পিচে। যেখানে কদিন আগেই ছেলেদের প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচ চলেছে। ব্রিস্টলের কাউন্টি মাঠের যে পিচটিতে ভারত-ইংল্যান্ডের খেলা হবে চার দিনের টেস্ট, সেখানে গত শুক্রবার (১১ জুন) খেলা হয়েছে ইংল্যান্ডের ঘরোয়া আসর টি-২০ ব্লাস্টের ম্যাচ।

৩৯ ওভার খেলা হওয়া পুরোনো পিচে টেস্ট খেলতে হবে জানার পর এই বিষয় নিয়ে নিজের ক্ষোভ আর পুষে রাখতে পারেননি ইংল্যান্ড নারী দলের অধিনায়ক হেদার নাইট। বিষয়টিকে তিনি ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে নাইট বলেন, ‘এটা কখনোই যথাযথ উদাহরণ হতে পারে না। অবশ্যই আমাদের নতুন পিচে খেলতে দেয়া উচিত ছিল। যদিও বিষয়টি সম্পর্কে বেশ ওয়াকিবহাল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। নতুন পিচ বানানোর চেষ্টা তারা করেছিল, কিন্তু যথেষ্ট সময় না থাকায় সেটি সম্ভব হয়নি বলে জানানো হয়েছে ইসিবির তরফ থেকে। বিষয়টি নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে দুঃখও প্রকাশ করা হয়েছে।

ইসিবির এক মুখপাত্র এ বিষয়ে এক বিবৃতিতে বলেন, ‘আমরা জানি ইংল্যান্ডের মেয়েদের নতুন পিচেই খেলা উচিত। আমরা দুঃখিত এক্ষেত্রে তাদের সেটা দিতে পারিনি। এপ্রিলের মাঝামাঝি সময়ের সূচিতে টেস্ট ম্যাচ যুক্ত হওয়ায় এত কম সময়ের মধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের মাঠ ফাঁকা পাওয়া সম্ভব হয়নি।

আমরা জানতাম, অন্তত পক্ষে টেলিভিশনে সম্প্রচারের জন্য হলেও যথাযথ একটা নতুন পিচ তৈরি করা আমাদের জন্য চ্যালঞ্জিং হতে চলেছে। আমরা এর দায় স্বীকার করছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি যে, ভবিষ্যতে আর এমনটা কখনও হবে না।’

সিরিজের একমাত্র টেস্টে আজ বিকেল ৪টায় মাঠে নামবে দুই দল। 

হাসিব/নির্জন

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ