• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

পাকিস্তানের মাটিতে সিরিজ জয় যুবাদের

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২, ০৩:১৮ এএম

পাকিস্তানের মাটিতে সিরিজ জয় যুবাদের

ক্রীড়া ডেস্ক

সিরিজ জয়ের মধ্য দিয়েই শেষ হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পাকিস্তান সফর। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে পরাজিত হয় বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ যুবদল। এই সিরিজ জয়ের মধ্য দিয়ে ১৫ বছর পর পাকিস্তানের মাটিতে সিরিজ জিতলো যুবারা।

সোমবার (১৪ নভেম্বর) পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ২২০ রান সংগ্রহ করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে এদিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তাইব আরিফ। ৮৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। বাংলাদেশ দলের হয়ে সমান ৩টি করে উইকেট নেন রাফিউজ্জামান ও রোহানাত দৌলাহ।

পাকিস্তান যুবদলের দেয়া ২২১ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডারদের ব্যর্থতায় শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ওপেনার আশিকুরের দুর্দান্ত ৭২ রানের ইনিংসের পর আহরার আমিন ও পারভেজ রহমানের ৮৫ রানের জুটিতে সহজেই জিতে যায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে মোহাম্মদ জিসান এবং আরাফাত জিসান নেন ২টি করে উইকেট।

এআরআই/এএল

আর্কাইভ