• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

স্টোকস-ব্রুক জুটিতে জয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২, ১১:০৪ পিএম

স্টোকস-ব্রুক জুটিতে জয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের দেয়া ১৩৮ রানের লক্ষ্যে ব্যাট করছে ইংল্যান্ড। ৪৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়া ইংল্যান্ডকে ম্যাচে ফেরান হ্যারি ব্রুক ও বেন স্টোকস। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশরা। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড দলের সংগ্রহ ১০ ওভারে তিন উইকেট হারিয়ে ৭৭ রান । বেন স্টোকস ১৭ ও হ্যারি ব্রুক ১৪ রানে অপরাজিত আছেন।

পাকিস্তানের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৭ রানেই উইকেট হারায় ইংল্যান্ড। সেমিফাইনালে ভারতীয় বোলারদের পাড়া মহল্লার বোলার বানিয়ে ফেলা ব্যাটার অ্যালেক্স হেলসকে দুর্দান্ত বোল্ড করেন শাহিন শাহ আফ্রিদি। দলীয় ৩২ রানে ফিল সল্টকে ইফতিখারের ক্যাচ বানিয়ে ইংলিশ শিবিরে দ্বিতীয় ধাক্কা দেন হারিস রউফ।

তৃতীয় উইকেটে অধিনায়ক বাটলার অলরাউন্ডার বেন স্টোকসকে নিয়ে ১৩ রানের জুটি গড়েন। দলীয় ৪৫ রানে বাটলারকে উইকেটের পেছনে রিজওয়ানের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নের পথ দেখান হারিস রউফ।

এআরআই

আর্কাইভ