• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জোড়া উইকেট নিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরালেন রউফ

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২২, ১০:৪২ পিএম

জোড়া উইকেট নিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরালেন রউফ

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে ইংল্যান্ডের সামনে মাত্র ১৩৮ রানের টার্গেট দাঁড় করিয়েছিলো পাকিস্তান। মামুলি এই লক্ষ্যে খেলতে নেমে অনেকটা বেগ পেতে হচ্ছে ইংলিশদের। পাওয়ার প্লেতেই হারিস রউফের জোড়া আঘাতে ইংলিশদের ৩ উইকেট তুলে বিপাকে ফেলে দিয়েছে ইংল্যান্ডকে। পাওয়ার প্লে শেষে ৩ উইকেটে হারিয়ে ৪৯ রান তোলে ইংল্যান্ড।

ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলো ইংলিশ অধিনায়ক জস বাটলার। ইংল্যান্ডের বোলিং আক্রমণের মুখে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৩৭ রান তুলতে পারে পাকিস্তান।

১৩৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারটি দেখেশুনেই কাঁটিয়ে দিতে চেয়েছিলো দুই ইংলিশ ওপেনার জস বাটলার আর অ্যালেক্স হেলস। প্রথম ৫ বল পার করলেও ওভারের শেষ বলেই হেলসকে ফিরতে হয়েছে প্যাভিলিয়নে।

ইনিংসের প্রথম ৫ বল থেকে ৭ রান তোলে ইংল্যান্ড। তবে শাহিন শাহ আফ্রিদির ওভারের শেষ বলে গতির কাছে পরাস্ত হন হেলস। বলের লাইন মিস করলে সেটি আঘাত হানে হেলসের মিডল স্ট্যাম্পে।

চতুর্থ ওভারের তৃতীয় বলেই সল্টকে সাজঘরে ফেরান হারিস। ৯ বলে ১০ রান করেই মিডউইকেটে ইফতিখার আহমেদের হাতে ক্যাচ দেন সল্ট। বেন স্টোকস ক্রিজে এসে ওভারের বাকি তিন বলে কোনো রান না করেই পার করে দেন।

দুই সঙ্গীকে হারালেও পাকিস্তানি বোলারেদের ওপর চড়াও হয়েই খেলেছেন ইংলিশ অধিনায়ক বাটলার।

পাওয়ার প্লে‍‍`র শেষ ওভারে আবারও হারিস রউফের হাতে বল তুলে দেন বাবর। আরও একবার অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন রউফ। ওভারের তৃতীয় বলেই ফেরান বিপদজনক হয়ে উঠতে থাকা ইংলিশ অধিনায়ক বাটলারকে। ৪৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে ইংলিশরা। ১৭ বলে ২৬ রান করেই উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানের হাতে ধরা পড়েন বাটলার।

পাওয়ার প্লে শেষে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৪৯ রান। ক্রিজে আছেন দুই নতুন ব্যাটসম্যান বেন স্টোকস আর হ্যারি ব্রুক।

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ