• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বৃষ্টিতে ভেসে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ০৯:০৫ পিএম

বৃষ্টিতে ভেসে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল

ক্রীড়া ডেস্ক

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক ম্যাচের চিত্র বদলে দিয়েছে বৃষ্টি। গ্রুপ পর্ব, সুপার টুয়েলভে বৃষ্টি প্রভাব রেখেছিল অনেক ম্যাচে। এবার বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে ইংল্যান্ড-পাকিস্তান ফাইনালেও। 

শুক্রবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার আবহাওয়ার অফিস জানায়, ফাইনালের দিন ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টির শঙ্কা রয়েছে ৯৫ শতাংশ। একই সাথে ব্রজসহ ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে বেশ।

বৃষ্টির কারণে রোববার (১৩ নভেম্বর) ফাইনাল সমাপ্ত করা না গেলে ম্যাচ গড়াবে এরপর দিন। তবে সেদিনও ৫ থেকে ১০ মিলিমিটার বৃষ্টির শঙ্কা রয়েছে ৯৫ শতাংশ।

রোববার ম্যাচ শুরু হওয়ার পর যদি বৃষ্টির কারণে বল  মাঠে না গড়ায় তাহলে রিজার্ভ ডেতে ২০ ওভারের ইনিংস ধরেই খেলা হবে। ফাইনালের নির্ধারিত দিনে শুধু ৩০ মিনিট বাড়তি বরাদ্দ রাখা হবে।

কিন্তু রিজার্ভ ডেতে ম্যাচ গেলে ২ ঘণ্টা অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে। ফলে, সোমবার ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকাল তিনটায়।

 

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ