• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হার্দিকের ঝড়ো ফিফটিতে ভারতের সংগ্রহ ১৬৮

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০৯:৪৩ পিএম

হার্দিকের ঝড়ো ফিফটিতে ভারতের সংগ্রহ ১৬৮

ক্রীড়া ডেস্ক

ফাইনাল নিশ্চিতের ম্যাচে হার্দিক পান্ডিয়ার ঝড়ো ফিফটিতে ইংলিশদের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে ভারত। ম্যাচে অর্ধশতক দেখা পান কোহলি ও পান্ডিয়া। কোহলি ধীরগতিতে হাফসেঞ্চুরি করলেও, ইংলিশ বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালান হার্দিক পান্ডিয়া। নির্ধারিত ২০ ওিভার শেষে ৬ উইকেটে ১৬৮ রান করে ভারত। ফলে ফাইনালে জেতে হলে ইংলিশদের করতে হবে ১৬৯ রান। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেডের ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারায়। প্রথম উইকেট পতনের পর দলের হাল ধরেন অভিজ্ঞ দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে, উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি রোহিত।

দ্বিতীয় উইকেটে ৪৭ রান তোলার পর দলীয় ৫৬ রানে ব্যক্তিগত ২৭ রানে আউট হয়ে ফেরেন রোহিত। তৃতীয় উইকেটে সূর্য কুমার যাদব ও কোহলি ১৯ রান যোগ করেন। সূর্য ঝড় তোলার আগেই রশিদের শিকারে পরিণত হন। চতুর্থ উইকেটে এসে পান্ডিয়া ও কোহলি ৬১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

দলীয় ১৩৬ রানে কোহলি ৪০ বলে ১ ছয় ও ৪ চারে ৫০ রান করে বিদায় নেন। এটি তার ক্যারিয়ারের ৩৭তম হাফ সেঞ্চুরি। সেই সঙ্গে বিশ্বকাপে তার রান গিয়ে দাঁড়ায় ২৯৬। কোহলির বিদায়ের পর আরও বেপরোয়া হয়ে ওঠেন পান্ডিয়া।

শেষ পর্যন্ত পান্ডিয়া ৩৩ বলে ৫ চার ও ৪ চারে করেন ৬৩ রান। ইনিংসের শেষ বলে হিট উইকেটের শিকার হন পান্ডিয়া। এবারের বিশ্বকাপে এটিই প্রথম ঘটনা। ভারত গিয়ে থামে ৬ উইকেটে ১৬৮ রানে। ফাইনাল খেলতে হলে ইংলিশদের করতে হবে ১৬৯ রান।

এআরআই
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ