• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০৭:৪০ পিএম

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত লড়াইয়ে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ম্যাচের আগে পিচ রিপোর্টে পমি এমবাংওয়া জানান, মাঠের গড় স্কোর হলে ১৫৭ হলেও আজকের ম্যাচে ব্যাটাররা সুবিধা পাবে। ফলে, আজকে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি।

পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করেছিল ভারত। ইংল্যান্ডকে হারাতে পারলে বিশ্বকাপের শেষ ম্যাচে আবারও প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পাওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েই শিরোপা নিজেদের করে নিয়েছিল ভারত।

অন্যদিকে, ভারতকে হারানোর জন্য প্রস্তুত ইংল্যান্ডও। অ্যালেক্স হেলস, জস বাটলার, বেন স্টোকসের মত অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি মঈন আলী, আদিল রশিদের মতো পরীক্ষিত স্পিনার রয়েছে ইংল্যান্ডের যারা অ্যাডিলেডের উইকেটে হয়ে উঠতে পারেন ভয়ংকর।

ভারত একাদশ:

কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আরশদীপ সিং।

ইংল্যান্ড একাদশ:

জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, আদিল রশিদ।

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ