• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পাকিস্তানের প্রতিপক্ষ হতে দুপুরে চূড়ান্ত লড়াইয়ে ভারত-ইংল্যান্ড

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০৫:২৬ পিএম

পাকিস্তানের প্রতিপক্ষ হতে দুপুরে চূড়ান্ত লড়াইয়ে ভারত-ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ইতোমধ্যেই নিশ্চিত করেছে পকিস্তান। এবার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হতে দুপুরে চূড়ান্ত লড়াইয়ে নামছে ভারত-ইংল্যান্ড। ফাইনালে ওঠার এই লড়াইয়ে দুই দলের একাদশেই পরিবর্তনের আভাস রয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ২টায় দ্বিতীয় সেমিফাইনালে অ্যাডিলেডে মাঠে নামবে এই দুই দল।

পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করেছিল ভারত। ইংল্যান্ডকে হারাতে পারলে বিশ্বকাপের শেষ ম্যাচে আবারও প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পাওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েই শিরোপা নিজেদের করে নিয়েছিল ভারত।

অন্যদিকে, ভারতকে হারানোর জন্য প্রস্তুত ইংল্যান্ডও। অ্যালেক্স হেলস, জস বাটলার, বেন স্টোকসের মতো অভিজ্ঞ ক্রিকেটারের পাশাপাশি মঈন আলী, আদিল রশিদের মতো পরীক্ষিত স্পিনার রয়েছে ইংল্যান্ডের যারা অ্যাডিলেডের উইকেটে হয়ে উঠতে পারেন ভয়ংকর।

দ্বিতীয় সেমিফাইনালে ভারতের একাদশে আসতে পারে একটি পরিবর্তন। ঋষভ পন্থ কিংবা দীনেশ কার্তিক এই দুইজন থেকে একজনকে দেখা যাবে একাদশে। বাঁহাতি ব্যাটার হিসেবে পন্থ আদিল রশিদের বিপক্ষে সুবিধা পেতো। কিন্তু দীনেশ কার্তিক অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে। তাছাড়া ফিনিশিং এর কাজটুকুও বেশ ভালোভাবেই করতে পারেন তিনি। বড় ম্যাচ বিবেচনায় একাদশে দীনেশ কার্তিকের থাকার সম্ভাবনাই বেশি।

অন্যদিকে, ইংল্যান্ড দলে পরিবর্তন আসছে তা নিশ্চিতই। মার্ক উডের পরিবর্তে ক্রিস জর্ডানকে দেখা যাবে একাদশে। মালানের একাদশে থাকা নিয়েও রয়েছে নিশ্চয়তা। মালানের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে ফিল সল্টকে।

ভারতের সম্ভাব্য একাদশ : লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডে, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও অর্শ্বদীপ সিং।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ : অ্যালেক্স হেলস, জস বাটলার, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ফিল সল্ট, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, ক্রিস জর্দান।

এআরআই/এএল

আর্কাইভ