• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মারামারির অভিযোগ আরেক শ্রীলঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০৪:৩৩ পিএম

মারামারির অভিযোগ আরেক শ্রীলঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে

ক্রীড়া ডেস্ক

আবারও আলোচনায় শ্রীলঙ্কান ক্রিকেটারদের অপেশাদার আচরণ। কদিন আগেই বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত হয়েছেন ধানুশকা গুনাথিলাকা। এবার ক্যাসিনোয় মারামারির অভিযোগ উঠেছে আরেক ক্রিকেটারের বিরুদ্ধে। অভিযুক্ত সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপে মাঠের পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসতে না পারলেও মাঠের বাইরের নানা ঘটনায় আলোচনায় ছিল শ্রীলঙ্কা। দলটির বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তদন্ত শুরু করে বোর্ড। সেই তদন্তেই বেরিয়ে আসে নতুন এই তথ্য।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আফগানিস্তান ম্যাচের পর শ্রীলঙ্কার এক ক্রিকেটার ব্রিসবেনের ক্যাসিনোতে গিয়ে সেখানে একাধিক যুবকের সঙ্গে প্রথমে তর্ক এবং পরে মারামারিতে জড়িয়ে পড়েন। ওই ক্রিকেটার বাদেও দলের একাধিক ক্রিকেটারের বিরুদ্ধে রয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ।

ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে বিশ্বকাপ দলের ম্যানেজারের কাছে অবিলম্বে রিপোর্ট তলব করেছে তিন সদস্যের তদন্ত কমিটি।

এআরআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ