• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সৈয়দপুর ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ০২:৩১ এএম

সৈয়দপুর ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ - ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর)  বিকেল সাড়ে তিনটায়  স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ প্রীতি ফটুবল ম্যাচে সৈয়দপুর উপজেলা পরিষদ একাদশ বনাম সৈয়দপুর পৌরসভা একাদশ পরস্পরের মুখোমুখি হয়। এতে সৈয়দপুর উপজেলা একাদশ ৩-২ গোলে সৈয়দপুর পৌরসভা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
 

খেলায় সৈয়দপুর  উপজেলা পরিষদ একাদশের মোতালেব, আল-আমিন ও নাইজেরিয়ান খেলোয়াড় জেরি একটি করে গোল করেন। সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. শরিফুল ইসলাম প্রীতি ফুটবল ম্যাচে রেফারীর দায়িত্ব পালন করেন। আর সহকারী রেফারী ছিলেন নীলফামারীর অমল কুমার রায় ও ব্রজেন রায়।  প্রীতি ফুটবল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি বিতরণ করা হয়েছে।
 ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন। এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
 

 সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ফয়সাল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী,  উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিনসহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর কাউন্সিলরবৃন্দ ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ প্রীতি ফুটবল ম্যাচে শহরের নানা বয়সী বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। 

 

এসএই   

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ