• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৪:০১ পিএম

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

জিতলেই সেমিফাইনালে, এই সমীকরণ নিয়ে আজ পাকিস্তানে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ২৯তম এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার কাপ্তান সাকিব আল হাসান।

এদিন তিন পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। ইয়াসির, শরীফুল ও হাসান মাহমুদের পরিবর্তে দলে জায়গা পেয়েছে নাসুম, সৌম্য ও এবাদত।

 

 

খেলা

হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ০৯:৪৯, ৬ নভেম্বর ২০২২ আপডেট: ১০:০৭, ৬ নভেম্বর ২০২২

 

A-AA+

 

হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফাইল ছবি

 

 

জিতলেই সেমিফাইনালে, এই সমীকরণ নিয়ে আজ পাকিস্তানে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ২৯তম এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার কাপ্তান সাকিব আল হাসান। 

রোববার (৬ নভেম্বর) অ্যাডিলেডে ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠে গড়ায় ম্যাচটি। 

এই তিন ক্রিকেটারের বদলে একাদশে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। স্পিনার নাসুম আহমেদ এবং পেসার ইবাদত হোসেন খেলতে নামবেন চলতি বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচটি।

পাকিস্তান টানা দুই ম্যাচ জিতে এসেছে এই ম্যাচে। এমন ম্যাচে বাবর আজমের দল তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। দক্ষিণ আফ্রিকা ম্যাচের একাদশ নিয়েই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে দলটি।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং এবাদত হোসেন।

এআরআই

আর্কাইভ