প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৯:৩২ পিএম
করোনাভাইরাসের আতঙ্ককে সঙ্গী করেই মাঠে গড়িয়েছে
কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট। প্রথম ম্যাচের আগে ব্রাজিলের প্রতিপক্ষ
ভেনেজুয়েলার আট খেলোয়াড় প্রাণঘাতী
এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ঝুঁকির মধ্যেই চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তাতে এখন পর্যন্ত
৪১ খেলোয়াড়ের দেহে করোনার অস্তিত
মিলেছে।
গত
রোববার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে,
মোট ২৯২৭টি পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল ৩১ জন।
যেখানে ভেনেজুয়েলার খেলোয়াড়ই ছিল ৮ জন।
গত ২ দিনে সে
সংখ্যাটা বেড়েছে আরও ১০ জন।
জানা গেছে ৪১ সদস্যের
মধ্যে খেলোয়াড় ও স্টাফদের সংখ্যাই
৩১ জন। এর সঙ্গে
টুর্নামেন্ট সংশ্লিষ্ট আরও ১০ সদস্য
করোনায় আক্রান্ত হয়েছেন। জানা গেছে এই
১০ জন ব্রাজিল-ভেনেজুয়েলা
ম্যাচের দায়িত্বে থাকা কর্মী।
এক
সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, আক্রান্ত
দশ কর্মীর সবাই ব্রাজিল-ভেনেজুয়েলার
ম্যাচে দায়িত্ব পালন করেন। ওই
ম্যাচের আগে ভেনেজুয়েলার ৮
খেলোয়াড়সহ মোট ১২ জন
এবং বলিভিয়ার তিন খেলোয়াড়ের শরীরে
করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর প্রকাশ পায়
গণমাধ্যমে।
ভেনেজুয়েলার
খেলোয়াড়দের আক্রান্তের পর বলিভিয়ার তিন
খেলোয়াড়ও কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
স্বাভাবিকভাবেই তাই কোপা আমেরিকার
এবারের আসর নিয়ে উদ্বেগ
আরও বেড়েছে অংশগ্রহণকারীদের। বিশেষকরে জৈব সুরক্ষা বলয়ে
থাকার পরও আক্রান্ত হওয়ায়
আতঙ্ক ছড়িয়ে পড়ছে দলগুলোর মধ্যে।
বর্তমানে
ব্রাজিলের করোনা পরিস্থিতি মোটেও ভালো যাচ্ছে না।
দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে তারা শীর্ষে এবং
বিশ্বের হিসাবে দ্বিতীয়তে তাদের অবস্থান। ইতোমধ্যেই কোভিডে আক্রান্ত হয়ে প্রায় পাঁচ
লাখ মানুষ মারা গেছে দেশটিতে।
কোপা
আমেরিকা গত বছর আয়োজন
করার কথা থাকলেও করোনাভাইরাসের
কারণে এক বছর শুরু
হয়েছে। প্রথমে কলম্বিয়া ও আর্জেন্টিনা ছিল
যৌথ আয়োজক। কলম্বিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও আর্জেন্টিনায় প্রাণঘাতী
এ ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় খুব
অল্প সময়ের মধ্যে আয়োজনের ভার ব্রাজিলের ওপর
ন্যস্ত করা হয়।
তখন
থেকেই বিতর্ক চলছিল, ব্রাজিলে কোপা আমেরিকার আয়োজন
ঠিক হচ্ছে কিনা? কারণ, ব্রাজিলেও সংক্রমণ বেড়ে চলেছে। মৃতের
সংখ্যা ৫ লাখের কাছাকাছি।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে শুধু ব্রাজিলেই করোনাভাইরাসের
সংক্রমণে এত বেশিসংখ্যক মানুষ
মারা গেছেন। শেষ পর্যন্ত আদালতে
গড়ায় বিষয়টি। ব্রাজিলের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কোপা আমেরিকা আয়োজনের
অনুমতি দেয়। তাতে সব
অনিশ্চয়তা দূর হয়।
জেডআই/নির্জন