• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইংল্যান্ডের সামনে শ্রীলঙ্কার মামুলি সংগ্রহ

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ১০:০৭ পিএম

ইংল্যান্ডের সামনে শ্রীলঙ্কার মামুলি সংগ্রহ

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে সেমিফাইনাল নিশ্চিতে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে ইংল্যান্ড। সমীকরণ এমন যে, এ ম্যাচে জয়ের বিকল্প নেই ইংলিশদের। তবে এ ম্যাচের ফলাফলে কিছুই যায়-আসে না লঙ্কানদের। গতকাল অস্ট্রেলিয়ার জয়ের পর তাদের বিদায় নিশ্চিত হয়েছে। অন্যদিকে ইংল্যান্ড জয় পেলে সেমির রাস্তা থেকে ছিটকে যাবে অস্ট্রেলিয়া।

শনিবার (৫ নভেম্বর) সিডনিতে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে দুইদল।  টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। দলীয় ৩৯ রানে ব্যক্তিগত ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন কুশাল মেন্ডিস। এরপর ধনঞ্জয়া ডি সিলভা,  চারিথ আসালঙ্কা ও দাসুন শানাকারা ব্যাট হাতে সুবিধা করতে না পারলে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। ফলে নিজেদের সঙ্গে খুব বড় একটা স্কোর যোগ করতে পারেননি তারা। পথুম নিসাঙ্কার অর্ধ-শতকের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে শ্রীলঙ্কা।

লংকানদের পক্ষে ব্যাট হাতে অর্ধ-শতকের দেখা পান পথুম নিসাঙ্কা। পাঁচটি ছয় ও দুই চারে ৪৫ বলে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। ইংল্যান্ডের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মার্ক উড। ৩ ওভারে ২৬ রান খরচায় তিন উইকেট লাভ করেন তিনি।

এআরআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ