• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সেমি নিশ্চিতের লড়াইয়ে টসে হেরে বোলিংয়ে ইংল্যান্ড

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২, ০৭:৪৯ পিএম

সেমি নিশ্চিতের লড়াইয়ে টসে হেরে বোলিংয়ে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করা নিউজিল্যান্ডের সঙ্গী হতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। বাঁচা-মরার এই ম্যাচে টসে জিতে ইংল্যান্ডকে বোলিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা।

শক্তিমত্তায় ইংল্যান্ড এগিয়ে থাকলেও তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে শ্রীলঙ্কার ইংলিশ কোচ ক্রিস সিলভারউড। ইংল্যান্ড দলের দুর্বলতা সম্পর্কে খুব ভালোভাবেই জানাশোনা রয়েছে তার।

অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে জয় পেলেও সেমিফাইনালে ওঠার কোনো সুযোগ নেই শ্রীলঙ্কার সামনে। শ্রীলঙ্কার জয়ে সেক্ষেত্রে কপাল খুলবে অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে তখন সেমিতে পা রাখবে তারা।

সিডনিতে খেলা হওয়ায় এই ম্যাচে বাড়তি সুবিধা পেতে পারে স্পিনাররা। আর সেক্ষেত্রে ইংল্যান্ডের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে শ্রীলঙ্কার দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিকশানা।

ইংল্যান্ড একাদশ:

জস বাটলার (উইকেটরক্ষক, অধিনায়ক), অ্যালেক্স হেলস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, বেন স্টোকস, স্যাম কারান, ডেভিড মালান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড

শ্রীলঙ্কা একাদশ:

পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ