• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আফগানদের হারিয়ে সেমির দৌড়ে টিকে রইলো অজিরা

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ১১:৫১ পিএম

আফগানদের হারিয়ে সেমির দৌড়ে টিকে রইলো অজিরা

ক্রীড়া ডেস্ক

সেমির রেসে টিকে থাকতে আজকের ম্যাচ জয়ই ছিল শেষ সুযোগ অস্ট্রেলিয়ার হাতে। যদিও আফগানদের ৪ রানে হারিয়েছে তারা। তবে এখনও নিশ্চিত হয়নি সেমিফাইনাল। তার জন্য অবশ্য তাকিয়ে থাকতে হবে আগামীকাল (শনিবার) ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচের দিকে। এদিকে গ্রুপ ওয়ান থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে ১৮৫ রান করতে না পারায় কোনও সমীকরণ ছাড়াই সেমিতে চলে যায় কিউইরা।

শুক্রবার (৪ নভেম্বর) অ্যাডিলেডে বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে আফগানিস্তান রশিদ খানের ২৩ বলে অপরাজিত ৪৮ রানের ইনিংসে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। ম্যাচে অষ্ট্রেলিয়া জয় পায় ৪ রানে। অজিরা ম্যাচে জয় পেলেও নিশ্চিত হয়নি তাদের সেমিফাইনাল। আগামীকালের ম্যাচে ইংল্যান্ড জয় পেলে বিশ্বকাপ থেকে বিদায় ঘটবে স্বাগতিকদের। কেননা রানরেটে অজিরা ইংল্যান্ড থেকে অনেকটা পিছিয়ে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় তারা। এর দলের হাফসেঞ্চুরি পূরণের আগেই বিদায় নেন ওয়ার্নার। চলতি আসরে প্রথমবার খেলতে নেমে ৪ রান করে বিদায় নেন স্মিথ। মিচেল মার্শ ৩০ বলে ২ ছয় ও ৩ চারে ৪৫ রান করে দলীয় ৮৬ রানে বিদায় নেন।

পঞ্চম উইকেটে স্টয়নিস ও ম্যাক্সওয়েল ৫৩ রানের জুটি গড়েন। স্টয়নিস দলীয় ১৩৯ রানের সময় বিদায় নিলে ভাঙে জুটি। অপরাপ্রান্তে ম্যাক্সওয়েল ক্যারিয়ারের ১০ম হাফসেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত তিনি ৩২ বলে ২ ছয় ও ৬ চারে ৫৪ রান করে অপরাজিত করেন। অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৬৮ রান করে থামে।

আফগানিস্তানের হয়ে নবীন-উল-হক ৩টি, ফারুকী ২টি এবং মুজিব ও রশিদ একটি করে উইকেট লাভ করেন।

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ