• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আইরিশদের হারিয়ে গ্রুপ এ’র শীর্ষে নিউজিল্যান্ড

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ০৮:০৭ পিএম

আইরিশদের হারিয়ে গ্রুপ এ’র শীর্ষে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করে ৩৫ রানে হেরেছে আয়ারল্যান্ড। শুক্রবার (৪ নভেম্বর) নিউজিল্যান্ডের দেয়া ১৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান করে আইরিশরা। এই জয়ের ফলে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। তবে এখনো নিশ্চিত হয়নি সেমি ফাইনাল। সে জন্য অবশ্য অপেক্ষা করতে হবে দিনের বাকী দুই ম্যাচের ফলাফলের উপর।

নিউজিল্যান্ডের দেয়া ১৮৬ রানের জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন পল স্টার্লিং ও বালবির্নি। দুইজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ৬৮ রান পায় আয়ারল্যান্ড। দুই ওপেনারের বিদায়ের পর বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় ১৫০ রানেই থেমে যায় আইরিশদের ইনিংস।

আয়ারল্যান্ডের পক্ষে স্টার্লিং ২৭ বলে ৩৭, বালবির্নি ২৫ বলে ৩০ ও ডকরেল ১৫ বলে ২৩ রান করেন। নিউজিল্যান্ডের ফার্গুসন ২২ রানে নেন তিন উইকেট। এছাড়া দুইটি করে উইকেট লাভ করেন টিম সাউদি, ইশ সৌধি ও স্যান্টনার। 

এর আগে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার এ্যালেন ও কনওয়ে। এই দুই ব্যাটারের কল্যাণে ওপেনিং জুটিতে ৫২ রান তুলে নিউজিল্যান্ড। দলীয় ৫২ রানে ফিন এ্যালেন আউট হলে দলের হাল ধরেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

উইলিয়ামসনের ৩৫ বলে ৬১, ফিলিপসের ৯ বলে ১৭ ও মিশেলের ২১ বলে ৩১ রানের উপর ভর করে ১৮৫ রানের বড় পূঁজি সংগ্রহ করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিক করে এই ম্যাচে আলোচিত হন আইরিশ পেসার জোশ লিটন।  ৪ ওভারে ২২ রান খরচে তিন উইকেট লাভ করেন তিনি।

  

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ