• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

জোশের হ্যাট্রিকের পরও বড় সংগ্রহ নিউজিল্যান্ডের

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ০৫:৫৬ পিএম

জোশের হ্যাট্রিকের পরও বড় সংগ্রহ নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিকের দেখা পেয়েছে আইরিশ পেসার জোশ লিটল। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন, জেমি নিশাম ও মিচেল স্যান্টনারকে ফিরিয়ে নিজের হ্যাট্রিক পূরণ করেন তিনি। ইনিংসের শেষ দিকে লিটলের হ্যাট্রিকের পরও বড় পূঁজি পেয়েছে নিউজিল্যান্ড।

কেন উইলিয়ামসনের ৩৫ বলে ৬১ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৮৫ রান। ফলে জিততে হলে আইরিশদের করতে হবে ১৮৬ রান।

শুক্রবার (৪ নভেম্বর) অ্যাডিলেড ওভালে  টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার এ্যালেন ও কনওয়ে। এই দুই ব্যাটারের কল্যাণে ওপেনিং জুটিতে ৫২ রান তুলে নিউজিল্যান্ড। দলীয় ৫২ রানে ফিন এ্যালেন আউট হলে দলের হাল ধরেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

উইলিয়ামসনের ৩৫ বলে ৬১, ফিলিপসের ৯ বলে ১৭ ও মিশেলের ২১ বলে ৩১ রানের উপর ভর করে ১৮৫ রানের বড় পূঁজি সংগ্রহ করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিক করে এই ম্যাচে আলোচিত হন আইরিশ পেসার জোশ লিটন।  ৪ ওভারে ২২ রান খরচে তিন উইকেট লাভ করেন তিনি। 

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ