• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

জমে উঠেছে হকির ফ্র্যাঞ্চাইজি লিগ

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ০৪:৪১ এএম

জমে উঠেছে হকির ফ্র্যাঞ্চাইজি লিগ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের হকিতে নতুন যুগের সূচনা হয়েছে ২৮ অক্টোবর থেকে। এ আসরকে ঘিরে নতুন সাজে সেজেছে গুলিস্তানের মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম। এশিয়ায় হকিতে বাংলাদেশ একটি উল্লেখযোগ্য দল হলেও দীর্ঘদিন জাতীয় হকির এই প্লাস্টিক ঘাসের ব্যায়বহুল মাঠে গড়ায়নি বড় ধরনের কোন আসর। ফলে গ্যালারীতে দর্শক শুন্যই থাকতে দেখা গেছে। হকির প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ হকি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দর্শকদের আবার গ্যালারিতে আসতে দেখে গেছে। বহুদিন পর এ আসরকে সামনে রেখে দেশের প্রথম শ্রেনীর হকি খেলোয়াড়রা মাঠে তাদের পারফর্ম দেখাতে পেরে খুশি।

প্রতিদিন রাতে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচে সাইফ পাওয়ার গ্রুপ খুলনাকে ৩-২ গোলে একমি চট্টগ্রাম এবং মোনার্ক মার্ট পদ্মার বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়ে শুভ সূচনা করেছে রূপায়ণ সিটি কুমিল্লা। বসুন্ধরা গ্রুপের টি-স্পোর্টস প্রতিদিনের খেলা সরাসরি সম্প্রচার করেছে টিভিতে।

এবার রাউন্ড রবিন লিগের খেলা শেষ হবে ১২ নভেম্বর। ১৪ ও ১৫ নভেম্বর হবে কোয়ালিফায়ার ও এলিমিনেটর পর্ব। শীর্ষ চারটি দল খেলবে এই পর্বে। প্রথম ও দ্বিতীয় হওয়া দল খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। জয়ী দল চলে যাবে ফাইনালে। ফাইনাল হবে ১৭ নভেম্বর। এবার ফ্র্যাঞ্জাইজি হকি ট্রফির প্লেয়ার্স ড্রাফটে ২০৭ জন দেশি-বিদেশি খেলোয়াড় থেকে ছয়টি ফ্র্যাঞ্চাইজি ১০২ জন খেলোয়াড় কিনে নেন। প্রতি দলে রয়েছেন ১৭ জন করে খেলোয়াড়।

হকি চ্যাম্পিয়ন্স ট্রফি (এইচসিটি) আসরে এবার ৬ দল খেলছে ২৪ বিদেশি। অংশগ্রহনকারী দলগুলো হলো- একমি চট্টগ্রাম, সাইফ পাওয়ার গ্রুপ খুলনা, রূপায়ন সিটি কুমিল্লা, মোনার্ক মার্ট পদ্মা, ওয়ালটন ঢাকা ও মেট্রো এক্সপ্রেস বরিশাল।

এই লিগে অংশ নেওয়া প্রতিটি দল পাঁচজন করে বিদেশিকে চুক্তিভুক্ত হয়েছে। কিন্তু মাঠে খেলাছে চারজন করে। যার মধ্যে ছয়জন করে ভারতীয় ও মালয়েশিয়ান, দক্ষিণ কোরিয়ার তিনজন, দুই জন করে আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া ও পাকিস্তানি এবং একজন করে জাপানি, জার্মানি ও অষ্ট্রিয়ার।

৬ দলের বিদেশিরা হলেন- মেট্রো এক্সপ্রেস বরিশালে আর্জেন্টাইন জুয়ান মার্টিন লোপেজ, মালয়েশিয়ান ফিতরি সান ও আকিমুল্লাহ আনোয়ার ও দক্ষিণ কোরিয়ান ইউ সুংগো। সাইফ পাওয়ারটেক খুলনায় আর্জেন্টাইন গুইরো বেরিরোস, অস্ট্রিয়ার মরিজ ফ্রে, মালয়েশিয়ান নুর ফেরদুস রুসদি ও পাকিস্তান আজফার ইয়াকুব।

ওয়ালটনে ভারতীয় এসভি সুনিল, মালয়েশিয়ান আজরি হাসান ও আবদুল খালিক হামিরিন এবং ইন্দোনেশিয়ান আলী সুরিয়া।

রূপায়ন গ্রুপে ভারতীয় প্রদিপ মোর ও জাসজিৎ সিং, কোরিয়ান কিম সাং ইউব এবং ইন্দোনেশিয়ান ফাতুব রহমান।

মোনার্ক মার্ট পদ্মায় ভারতীয় চিংলেনসানা সিং ও সাইফ খান, জাপানি মিউ তানিমিৎসু এবং দক্ষিণ কোরিয়ান সিউ ও হায়ং।

একমি চট্টগ্রামে ভারতীয় দিবেন্দর ওয়ালমিকি, জার্মানির ক্রিশ্চিয়ান হিনরিকস, মালয়েশিয়ান হাফিজ জাইনল এবং পাকিস্তানি ঘাজানফির আলী।

এছাড়া ড্রাফট অনুযায়ী একমি’র বিদেশি কোচ হয়েছেন ওয়াসিম আহমেদ (পাকিস্তান), মেট্রো এক্সপ্রেসে সিন জিতি সন (দক্ষিণ কোরিয়া), মোনার্ক মার্টে শিং জিন ইউ (দক্ষিণ কোরিয়া), রূপায়ন গ্রুপে ইউয়ান কয়ু (দক্ষিণ কোরিয়া), সাইফ পাওয়ারটেকে ধর্মরাজ আবদুল্লাহ (মালয়েশিয়া) এবং ওয়ালটন দলে সাইফুল আজলী (মালয়েশিয়া)।

লিগপর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল যাবে পরের রাউন্ডে। শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে কোয়ালিফায়ারে। জয়ী দল যাবে ফাইনালে। হেরে যাওয়া দল আরও একটি সুযোগ পাবে। তারা এলিমেনেটর ম্যাচে (তৃতীয়-চতুর্থ দল) জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে। ১৪ নভেম্বর হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। আর ১৫ নভেম্বর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল হবে ১৭ নভেম্বর।

এবি/এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ