প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৭:০৫ পিএম
দক্ষিণ আমেরিকার শত বছরের ঐতিহ্যবাহী
ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা মাঠে
গড়িয়েছে দুই দিন আগেই।
প্রথম দিনেই ভেনেজুয়েলাকে হারিয়ে শুভ সূচনা করেছে
স্বাগতিক ব্রাজিল। তবে নিজেদের প্রথম
ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট
অর্জন করতে পারেনি আর্জেন্টিনা।
এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত চিলির
সঙ্গে ড্র করে পয়েন্ট
ভাগাভাগি করেছে লিওনেল মেসিরা। এই ড্রয়ের জন্য
মাঠকে দুষছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
ব্রাজিলের
রিও ডি জেনেইরোর নিল্তন
সান্তোস স্টেডিয়ামে চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।
ম্যাচের ৩৩ মিনিটের মাথায়
গোল করলেন মেসি। ডি-বক্সের বাইরে
ফ্রিকিক পেয়েছিল আর্জেন্টিনা। সেখান থেকে অসাধারণ দক্ষতায়
বল জালে জড়িয়ে দেন
তিনি। চিলির গোলরক্ষক ক্লদিয়া ব্র্যাভো শরীর ছুড়ে দিয়েও
ধরতে পারলেন না সেই বল।
মেসির বাঁ পায়ের সেই
শট ফের একবার মুগ্ধ
করল ফুটবল বিশ্বকে। তবে সেই গোল
জেতাতে পারল না দলকে।
ম্যাচ
শেষে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি
বলেন, ‘এই মাঠ ফুটবলের
চেয়ে অন্য কোনো খেলার
জন্য বেশি উপযোগী। আজ
তো ১০ মিনিট পর
মাঠে আর খেলার উপায়
ছিল না। কোপা
আমেরিকার অন্য মাঠগুলোতেও একই
পরিস্থিতি। আমি মনে করি,
ভালো ফুটবলের জন্য ভালো মাঠ
অনেক গুরুত্বপূর্ণ।’
চিলির
বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি আরও
বলেন, ‘দ্বিতীয়ার্ধে ১০-১২ মিনিট
কিছুটা নিয়ন্ত্রণহীন ছিলাম। ওই সময়ই চিলি
পেনাল্টি পেয়ে যায়। এরপর
সেটা কিছুটা কষ্টসাধ্য হয়ে গেছে। কিন্তু
আমরা এমন অনেক পরিস্থিতি
তৈরি করেছি, যার পর আমাদের
জয় প্রাপ্য ছিল।’
জেডআই/এম. জামান