• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

নেদারল্যান্ডসকে মামুলি টার্গেট দিলো জিম্বাবুয়ে

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২, ০৬:১১ পিএম

নেদারল্যান্ডসকে মামুলি টার্গেট দিলো জিম্বাবুয়ে

প্রতীক ওমর

সেমির লড়াইয়ে টিকে থাকার জন্য টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। স্কোরবোর্ডে ২০ রান করতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। তাদের রান যথাক্রমে ১, ৩ ও ৫। চতুর্থ উইকেটে শন উইলিয়ামসন ও সিকান্দার রাজা শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা চালান। কিন্তু ৪৮ রানের জুটি গড়ার পরই দলীয় ৬৮ রানে বিদায় নেন শন উইলিয়ামসন। এতে করে বিপদেই পড়ে যায় জিম্বাবুয়ে।

মাঝে রাজা একাই কিছুটা ব্যাট চালান। তবে দলীয় ৯২ রানে রাজা ২৪ বলে ৩ ছয় ও ৩ চারে ৪০ রান করে বিদায় নেন। এর দ্রুতই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত রোডেশিয়ানরা ইনিংস শেষের ৪ বল আগে ১১৭ রানে অলআউট হয়ে যায়।

ডাচদের হয়ে পল ভ্যান মিকেরেন ৩টি, গ্লোভার, বেক ও লিডে ২টি করে এবং ক্লাসেন একটি উইকেট লাভ করেন।

জিম্বাবুয়ে স্কোয়াড

ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

নেদারল্যান্ডস স্কোয়াড

স্টেফান মাইবার্গ, ম্যাক্স ও’ডাউড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডে, স্কট এডওয়াডর্স (অধিনায়ক, উইকেটরক্ষক), রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, লোগান ভ্যান বেক, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকেরেন ও ব্র্যান্ডন গ্লোভার।

এআরআই

আর্কাইভ