• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভারতকে হারাতে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২, ০৪:৫১ এএম

ভারতকে হারাতে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

প্রতীক ওমর

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখতে প্রয়োজন শক্তিশালী ভারতকে হারানো। আর সে লক্ষ্য নিয়েই বুধবার (২ নভেম্বর) মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেড ওভালে ভারতের বিপক্ষে এ নিজেদের সেরাটা দিতে প্রস্তুত টাইগাররা।

বাংলাদেশের লক্ষ্য যখন সেমিফাইনাল তখন ভারতের বিপক্ষে সেরা একাদশ নিয়েই মাঠে নামবে পরিকল্পনা করছে সাকিব-শ্রীধরন। যেমনটা করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ী একাদশ ভেঙে প্রোটিয়াদের বিপক্ষে দল সাজিয়েছিলেন তারা। ভারতের বিপক্ষে ম্যাচেও দলের প্রয়োজনে একাদশে পরিবর্তন আনতে দ্বিধা করবেন না সাকিব-শ্রীধরন।

অ্যাডিলেড ওভালে প্রথমবারের মতো খেলতে নামবে টাইগাররা। চলমান বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ হবে এটি। প্রথম ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে-নেদারল্যান্ডস।

বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, একবার দেখায় ওখানকার উইকেট বোঝা কঠিন। এমনকি মাঠে নামার আগেও হয়তো উইকেটের চরিত্র বোঝা যাবে না।

তবে স্ট্রেইট বাউন্ডারি বেশ বড়। একজন অতিরিক্ত বিশেষজ্ঞ স্পিনার বড় মাঠে সুবিধা পেতে পারেন। ভারতের টপ অর্ডারের চার ব্যাটার আবার ডানহাতি। বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ দলকে সুবিধা এনে দিতে পারেন। একজন ব্যাটার তথা ইয়াসির রাব্বিকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে নাসুম ।

বাংলাদেশের একাদশে যেখানে এক পরিবর্তনের সম্ভাবনা সেখানে ভারতের একাদশে দুই পরিবর্তনের জোর আভাস। ইনজুরি আছে দিনেশ কার্তিকের। তাকে বিশ্রাম দিয়ে রোহিতরা একাদশে নিতে পারেন ঋষভ পন্তকে। সঙ্গে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে খেলানোর কথা শোনা যাচ্ছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ভারতের সম্ভাব্য একাদশ : কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব,  হার্ডিক পান্ডিয়া, ঋভষ পান্ত (উইকেটরক্ষক), দিপক হুদা, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি ও অর্শদ্বীপ সিং।

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ