প্রকাশিত: নভেম্বর ২, ২০২২, ১২:০৫ এএম
ইংল্যান্ডকে হারাতে পারলে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত হতো নিউজিল্যান্ডের। এমন সমীকরণে বিশ্বকাপের সুপার টুয়েলভের ২১তম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় কিউইরা। তবে তাদেরই হারালো ইংল্যান্ড। ফলে সেমিফাইনালের দৌঁড়ে টিকে রইলো স্টোকসরা। মঙ্গলবার (১ নভেম্বর) ইংলিশদের দেয়া ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৯ রানে থামে কিউইরা। এতে ২০ রানের জয় পায় ইংল্যান্ড।
এই জয়ে ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে টিকে থাকার পাশাপাশি জমিয়ে দিয়েছে ‘গ্রুপ-১’। ইংলিংশরা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সমান পয়েন্টে সবার উপরে নিউজিল্যান্ড আর তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া।
টিকে থাকার ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ইংল্যান্ড। বাটলার-হেলস গড়েন ৬২ বলে ৮১ রানের জুটি। হেলস ৪০ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫২ রান করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর ৫ রানেই আউট হয়ে যান মঈন আলী। লিভিংস্টোন ঝড় তুলতে চাইলেও ১৪ বলে ২০ রানের বেশি এগোতে পারেননি। হ্যারি ব্রুক করেন ৭।
এরপর একপ্রান্তে জস বাটলার একাই খেলতে থাকেন। অন্য কোনো ইংলিশ ব্যাটসম্যান খুব একটা সঙ্গ দিতে পারেননি তাকে। ইনিংসের ৮ বল বাকি থাকতে রানআউট হন উইকেটরক্ষক এই ব্যাটার। ৪৭ বলে গড়া তার ৭৩ রানের ইনিংসে ছিল ৭ চারের সঙ্গে ২টি ছক্কার মার।
কিউই পেসার লুকি ফার্গুসন ২ উইকেট নেন। দুই স্পিনার ইশ সোধি ও মিচেল স্যান্টনার ১টি করে উইকেট নেন। এছাড়া ১ উইকেট পান টিম সাউদি।
এআরআই