প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৫:৫৭ পিএম
ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের অভিযান শুরুর ম্যাচে হঠাৎ জ্ঞান হারিয়ে
মাঠেই লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। তারপর থেকেই হাসপাতালে ঠাঁই হয়েছে এই
ডেনিশ ফুটবলারের। এ সময়ে বিশ্বের
নানা প্রান্ত থেকে অসংখ্য ক্ষুদে
বার্তা পেয়েছেন তিনি। হাসপাতালে শুয়েই তার জবাব দিয়েছেন
এরিকসেন।
শনিবার
(১২ জুন) রাতে কোপেনহেগেনের
পারকেন স্টেডিয়ামে ইউরো কাপের উদ্বোধনী
দিনে ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ডেনমার্ক।
ম্যাচের ৪৩ মিনিটে আচমকা
মাঠে লুটিয়ে পড়ে জ্ঞান হারান
ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ে সতীর্থ
খেলোয়াড়, দর্শক-সমর্থকেরা। এরপর মাঠে তাৎক্ষণিক
চিকিৎসার পর হাসপাতালে নেয়া
হয় তাকে। ধীরে ধীরে শারীরিক
অবস্থার উন্নতি হচ্ছে ড্যানিশ এই মিডফিল্ডারের।
মঙ্গলবার
(১৫ জুন) হাসপাতালে শুয়েই
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এরিকসেন। এরিকসেনের বার্তা প্রচার করা হয় ডেনমার্ক
ফুটবল অ্যাসোসিয়েশন ও তার সাবেক
ক্লাব টটেনহ্যাম হটস্পারের অফিসিয়াল ফেসবুক পেজে। তিনি বলেন, ‘পৃথিবীর
সব প্রান্ত থেকে সবাই যেভাবে
মিষ্টি ও হৃদয়গ্রাহী শুভকামনা
জানিয়েছেন ও ক্ষুদে বার্তা
পাঠিয়েছেন, তার জন্য অনেক
বড়সড় একটা ধন্যবাদ। আমার
ও আমার পরিবারের জন্য
অনেক বড় অর্থ বহন
করে।’
নিজের
শারীরিক অবস্থা জানিয়ে তিনি বলেন, ‘সে
ঘটনার পর থেকে আমি
ভালো আছি, হাসপাতালে আমার
আরও কিছু পরীক্ষা করাতে
হবে, কিন্তু আমি ভালো বোধ
করছি এখন।’ নিজে তো মাঠে
নেই, কবে ফিরতে পারবেন
কিংবা আদৌ পারবেন কি
না তা নিয়েও আছে
সংশয়; তবে এসব কি
আর দলকে সমর্থন জোগানো
থেকে তাকে রুখতে পারে?
এরিকসেন বলেন, ‘এখন আমি পরের
সব ম্যাচে ডেনমার্ক দলের ছেলেদের জন্য
গলা ফাটাব। সবাই ডেনমার্কের জন্য
খেলে যাও!’
জেডআই/এম. জামান