• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

টিভি পর্দায় দেখা যাবে ডিপিএলের সুপার লিগ

প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৪:৫০ পিএম

টিভি পর্দায় দেখা যাবে ডিপিএলের সুপার লিগ

ক্রীড়া ডেস্ক

আর মাত্র দুই রাউন্ড পরই শেষ হবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) গ্রুপ পর্বের খেলা। তারপরই শুরু হবে সুপার লিগ পর্ব। দর্শকদের জন্য খুশির খবর হলো সুপার লিগের সবগুলো খেলা সরাসরি দেখাবে দুইটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। চ্যানেল দুটি হলো দেশের একমাত্র ক্রীড়া বিষয়ক চ্যানেল টি স্পোর্টস এবং গাজী টেলিভিশন (জিটিভি)

পয়েন্টের ভিত্তিতে গ্রুপ পর্বের ছয়টি সেরা দল নিয়ে শুরু হবে সুপার লিগ পর্ব। আগামী ১৯ জুন থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সুপার লিগের খেলা।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অন্যের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো। পর্বে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টেলিভিশনের পাশাপাশি আগের মতোই সরাসরি দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজ ইউটিউব চ্যানেলে।

মঙ্গলবার (১৫ জুন) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগের খেলা যৌথভাবে টি-স্পোর্টস গাজী টিভিতে সম্প্রচার করতে যাচ্ছি। লিগে এখন পর্যন্ত বেশ কিছু উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখা গিয়েছে, যেখানে জাতীয় দলের তারকা ক্রিকেটাররা অংশ নিয়েছিল।

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত দর্শকরা ঘরে বসে সুপার লিগের ম্যাচ দেখতে পারাটা উপভোগ করবে। সুপার লিগে প্রতিদিন তিনটি ম্যাচে ৬টি দলই অংশ নিবে এবং সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সোমবার পর্যন্ত ডিপিএলে রাউন্ডের খেলা শেষ হয়েছে, আগামী ১৬ ১৭ জুন অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের বাকি দুই রাউন্ডের খেলা। এরপর শীর্ষ দল নিয়ে হবে সুপার লিগ পর্ব, দিনে মাঠে গড়াবে ১৫টি ম্যাচ।

জেডআই/নির্জন

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ