• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাঁচা-মরার লড়াইয়ে সকালে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০৬:২৭ এএম

বাঁচা-মরার লড়াইয়ে সকালে মাঠে নামছে বাংলাদেশ

প্রতীক ওমর

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ের পর ব্রিসবেনের গাব্বায় জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ দল এরিমধ্যে ব্রিসবেন পৌঁছেছে। সে সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে এক রানের ব্যবধানে জয়ী জিম্বাবুয়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগের দিন অনুশীলন না করে বিশ্রাম নিয়েছেন সাকিব-লিটন।

টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেছেন, আগের ম্যাচে হারার পরও ক্রিকেটাররা বেশ চাঙ্গা রয়েছে। তিনি বলেন, বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এখন দ্বিতীয় জয় দরকার। যা তাদের পাকিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাস অর্জন করতে সাহায্য করবে।

শনিবার গাব্বায় ম্যাচের আগে অনুশীলনের দিনে ১৫ ক্রিকেটারের ১৩ জনকে দেখা গেছে। শুধু সোহান আর রাব্বি নেটে। শ্রীরাম, সিডন্স, খালেদ মাহমুদরা ব্যস্ত ছিলেন ওদের নিয়েই। দুজনই অফফর্মে, ফিনিশিং রোলে জিম্বাবুয়ের বিপক্ষে ওদের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হবে নিঃসন্দেহে।

এই ম্যাচেও বড় স্কোরের বিকল্প নেই। তাই ১৬০-১৭০’র মত রান করতে হলে রাব্বি-সোহানদের সংগে টপ অর্ডার, মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার বৃত্তও ভাঙ্গতে হবে।

প্রথম ম্যাচে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের দুর্দান্ত ফাস্ট বোলিংয়ে জয় পায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়টিতে বাংলাদেশ খেলার প্রতিটি বিভাগেই খারাপ পারফরমেন্সে ১০৪ রানের ব্যবধানে পরাজিত হয়। সেই বড় পরাজয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠছে।

শ্রীধরন বলেন, সেদিন যা ঘটেছে তা নিয়ে তারা খুব একটা ভাবছেন না। তিনি মনে করেন, বড় ব্যবধানে হার বা জিতের পরের দিন তা চলে যায়। আবার জেগে উঠতে হয়, যাত্রা করতে হয় ও খেলতে হয়। তাই আমাদের দিক থেকে কোনো পরিবর্তন হয়নি।

আসরের পূর্বে বাংলাদেশের প্রধান চিন্তার মধ্যে একটি ছিল ওপেনিং ব্যাটিং। তবে শ্রীধরন বলেন, যে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার এখন পর্যন্ত যা করছেন তাতে তিনি খুশি। এবং তা নিয়ে তিনি কোনো উদ্বেগের কারণ দেখছেন না।

তিনি বলেন, আমরা একটি দল তৈরি করছি ও ছেলেদের আত্মবিশ্বাস তৈরি করছি, তারা জানে বিশ্ব ক্রিকেটে তারা কোথায় দাঁড়িয়েছে এবং তারা কোথায় যেতে চায়। আমরা ইতোমধ্যে একটি ভালো দলের ভিতে আছি। আমরা যদি আরও কিছু দক্ষতা যোগ করতে পারি, আমি মনে করি আমরা ভবিষ্যতের জন্য খুব ভালো টি-টোয়েন্টি দল গড়ে তুলতে পারব।

গাব্বায় বিশ্বকাপের প্রথম ম্যাচ। সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার , জনপ্রিয় ধারাভাষ্যকার টিম ডিরেক্টর ইয়ান বিশপকে পেয়ে খালেদ মাহমুদ সুজন হয়তো উইকেট নিয়ে একটা ধারনা নিয়ে রেখেছেন। টস জেতা দল অবশ্য এমন উইকেটে চোখ বুঝে ব্যাটিংটাই নিতে চাইবে।

অন্যদিকে, জিম্বাবুয়ের স্বপ্নের পরিধি এখন অনেক বড়। বিশ্বকাপ বাছাই, প্রথম রাউন্ড হয়ে এখন সুপার টুয়েলভেও দারুণ ফর্মে আছে তারা। এ জয়ের পর জিম্বাবুয়ের জন্য বেশ ভালোভাবে টিকে আছে তাদের সেমিতে যাবার সম্ভাবনা।

বাংলাদেশকে হারাতে পারলে সেই পথ আরও পরিষ্কার হবে তাদের জন্য। এই কাজটাই করতে চায় তারা, রোববার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনের ভাবনা তেমনই।

তিনি বলেছেন, আমাদের খুব ভালো সম্ভাবনা আছে সেমিফাইনাল খেলার। এ জন্য আমাদের বাংলাদেশের বিপক্ষে জিততে হবে, নেদারল্যান্ডসকেও হারাতে হবে। এরপর আমরা আমাদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হব। অন্য ম্যাচগুলোর ফলের উপর কিছুটা নির্ভর করতে হবে।

 

 

এসএই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ